একদিকে কাঙাল হচ্ছে পাকিস্তান, অন্যদিকে রকেটের গতিতে মালামাল হচ্ছে ভারত! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। মূলত, গত ৫ মে শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার (Foreign Reserve) ৭.১৯৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে আপাতত ৫৯৫.৯৭৬ বিলিয়ন ডলার হয়েছে বলে জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India, RBI) দেওয়া তথ্য অনুসারে, তার আগের সপ্তাহে দেশের মোট বৈদেশিক মুদ্রার ভান্ডার ৪.৫৩২ বিলিয়ন ডলার কমে গিয়ে ৫৮৮.৭৮ বিলিয়ন ডলার হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২১ সালের অক্টোবরে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সর্বকালের সর্বোচ্চ স্তরে গিয়ে ৬৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এদিকে, বিশ্বজুড়ে চলা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এটি হ্রাস পেয়েছে। RBI-এর সাপ্তাহিক তথ্য অনুসারে, গত ৫ মে শেষ হওয়া সপ্তাহে মুদ্রা ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশ বৈদেশিক মুদ্রা সম্পদ ৬.৫৩৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫২৬.০২১ বিলিয়ন ডলার হয়েছে।

অন্যদিকে, আমরা যদি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারের কথা বলি, সেক্ষেত্রে গত ২৮ এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী তা হল মাত্র ৪,৪৫৭.২ মিলিয়ন ডলার। এদিকে গত ২০ এপ্রিল, এটি ৪,৪৬২.৮ মিলিয়ন ডলার ছিল।

প্রতিটি ক্ষেত্রেই শক্তিশালী ভারত: ডলারে প্রকাশ করা বৈদেশিক মুদ্রা সম্পদের মধ্যে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার গতিবিধির প্রভাবও অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, আলোচ্য সপ্তাহে সোনার ভান্ডারের মূল্য ৬৫.৯ কোটি ডলার বেড়ে ৪৬.৩১৫ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, ওই পর্যালোচনাধীন সপ্তাহে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের কাছে দেশের মুদ্রা ভান্ডার ২ কোটি ডলার বেড়ে ৫.১৯২ বিলিয়ন ডলার হয়েছে।

whatsapp image 2023 05 15 at 7.38.07 pm

ডলারের পরিপ্রেক্ষিতে টাকা কোথায় রয়েছে: বিদেশে ডলার শক্তিশালী হওয়ার কারণে গত শুক্রবার টাকা আমেরিকান মুদ্রার বিপরীতে ৯ পয়সার পতনের মাধ্যমে আপাতত ৮২.১৮ টাকায় বন্ধ হয়েছে। এদিকে, বাজারে বিনিয়োগকারীরা প্রকাশিত মুদ্রাস্ফীতির তথ্যের আগে সতর্ক হয়েছেন। উল্লেখ্য যে, বর্তমানে ডলার সূচক ০.০৭ শতাংশ কমে ১০১.৯০-তে দাঁড়িয়েছে। গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ০.০৭ শতাংশ কমে ৭৪.৯৩ ডলার প্রতি ব্যারেল হয়েছে। ৩০-শেয়ারের BSE সেনসেক্স ১২৩.৩৮ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে ৬২,০২৭.৯০ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার পুঁজিবাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিট ক্রেতা ছিলেন। তাঁরা ১,০১৪.০৬ কোটি টাকার শেয়ার কিনেছেন বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর