MI শিবিরে ঘটলো মারাত্মক ঘটনা! সচিনপুত্র অর্জুন টেন্ডুলকারের মারাত্মক জায়গায় কামড়ালো কুকুর  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং লখনৌ সুপার জায়ান্টস (LSG)। আজকের ম্যাচে যে দল জয় পাবে তারা আইপিএলের প্লে-অফের যোগ্যতা অর্জনের দিকে অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু এই ম্যাচে নামার আগে সচিন টেন্ডুলকারের ছেলে এবং মুম্বাইয়ের বাঁ-হাতি পেসার অর্জুন টেন্ডুলকারকে (Arjun Tendulkar) নিয়ে একটি খারাপ খবর সকলের সামনে এসেছে।

গত দুই বছর ধরেই মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের সাথে যুক্ত রয়েছেন অর্জুন। কিন্তু চলতি মরশুমে তিনি প্রথমবার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বাদে বাকি যে কটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন সেখানে তিনি ভালই পারফরম্যান্স করেছেন। যদিও মাঝে মাত্র চারটি ম্যাচে খেলিয়ে তারপর রোহিত শর্মা ফের তাকে বসিয়ে দিয়েছেন।

কিন্তু সম্প্রতি জানা গিয়েছে যে অর্জুন কুকুরের আক্রমণের শিকার হয়েছে এবং একটি কুকুর তাকে কামড়েও দিয়েছে। লখনৌয়ের বিরুদ্ধে নামার আগে মাঠে অনুশীলন করতে নামার সময় তার কথা হয় বিপক্ষের দুই তরুণ পেসার যুদ্ধবীর ও মহসিন খানের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলার সময়ই এই তথ্যটি প্রকাশ করেছেন অর্জুন।

একে অপরকে মাঠে দেখে কুশল বিনিময়ের জন্য এগিয়ে এসেছিলেন যুদ্ধবীর ও অর্জুন। লখনৌয়ের ফাস্ট বোলার সব ঠিক আছে কিনা জিজ্ঞাসা করায় অর্জুন নিজের বাঁ-হাত দেখিয়ে জানান যে তার হাতে কুকুর কামড়েছে। ক্যামেরায় অত্যন্ত সূক্ষ্ম হলেও তার ক্ষতচিহ্নটি একবার দৃশ্যমান হয়। এরপর মহসিন খান তাকে এগিয়ে এসে তার প্রশংসা করেন এবং তার খেয়াল রাখতে বলেন নিজের।

চলতে আইপিএলে মোট ৩টি উইকেট পেয়েছেন অর্জুন। তার মধ্যে রয়েছে ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ তারকার উইকেটও। এই আইপিএলে হয়তো তাকে আর মাঠে নামাবেন না রোহিত। কিন্তু পরবর্তী মরশুমগুলিতে দলের সম্পদ হয়ে উঠতে পারেন সচিন পুত্র।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর