বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপ (Tata Group) এবার ভারতে Apple-এর iPhone তৈরির কাজ শুরু করেছে। উল্লেখ্য যে, Apple-এর সিইও টিম কুক গত মাসে ভারত সফরে এসেছিলেন। ওই সময়ে, তিনি মুম্বাইয়ে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সাথে বৈঠক করেন। মনে করা হচ্ছে, এই বৈঠকে ভারতে মেগা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।
এদিকে, একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, Apple ভারতে iPhone 15 সিরিজ তৈরি করতে টাটা গ্রুপের সাথে হাত মিলিয়েছে। শুধু তাই নয়, Apple-এর এই নতুন সিরিজের “মেক ইন ইন্ডিয়া” ফোনটি এই বছরের শেষে লঞ্চ হতে পারে। এর আগে Foxconn, Pegatron এবং Luxshare-এর মতো সংস্থাগুলি ভারতে iPhone অ্যাসেম্বল করেছে। তবে, এবার টাটা গ্রুপও এই দৌড়ে যোগ দিয়েছে। উল্লেখ্য যে, টাটা গ্রুপ Wistron-এর ইন্ডিয়ান প্রোডাকশন লাইন অধিগ্রহণ করেছে। যেখানে iPhone 15 সিরিজ অ্যাসেম্বল করা হবে।
রিপোর্টে বলা হয়েছে, টাটা গ্রুপ Apple-এর 2023 iPhone মডেলের ৫ শতাংশ অ্যাসেম্বল করবে। উল্লেখ্য যে, Apple আগেই জানিয়েছিল, তারা চিনের ওপর নির্ভরতা কমাতে চায়। তাই, চিনের বদলে ভারতকেই বেছে নিয়েছে সংস্থা। আর এর কারণ হল ভারতে স্মার্টফোনের একটি বড় বাজার রয়েছে। এছাড়াও, ভারত একটি টেকনোলজি হাব হিসেবে আত্মপ্রকাশ করছে।
Wistron-এর পরিকল্পনা: উল্লেখ্য যে, Wistron পুরোপুরি তাদের বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে বেরিয়ে আসবে কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্র বলছে, ইলেকট্রনিক পণ্য তৈরি করা এই তাইওয়ানের কোম্পানি Apple-এর কাজ থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তাদের মনোযোগ অন্য ব্যবসায় রয়েছে। মূলত, ওই কোম্পানি ভারতে Apple ছাড়া অন্যান্য পণ্যে তার সম্ভাবনা অন্বেষণ করবে। এদিকে, Apple-এর iPhone তৈরিতে টাটা গ্রুপের প্রবেশের বিষয়ে, একটি সূত্র বলেছে যে কিছু নির্বাচিত টাটা এক্সিকিউটিভ ইতিমধ্যেই Wistron-এর কারখানায় কাজ করছেন।
কাঙ্ক্ষিত এই প্রকল্পটি গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন সহ Wistron এবং Apple-এর আধিকারিকদের দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্রের খবর, টাটা ইতিমধ্যেই Wistron-এর ফ্যাসিলিটিতে iPhone তৈরি শুরু করেছে। গ্রুপের আধিকারিকরা এবং প্রতিনিধিরা অপারেশন, এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত রয়েছেন। তাঁদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
তেলেঙ্গানায় ৪,১১৬ কোটি টাকা বিনিয়োগ করবে Foxconn: এদিকে, Apple-এর সাপ্লায়ার Foxconn তেলেঙ্গানায় প্রায় ৪,১১৬ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। শুধু তাই নয়, Foxconn-এর এই প্রকল্পের প্রথম ধাপে ২৫,০০০ কর্মসংস্থান হবে বলেও অনুমান করা হচ্ছে। তেলেঙ্গানার পৌর প্রশাসন ও নগর উন্নয়ন মন্ত্রী কে টি রামা রাও ঘোষণা করেছেন যে, Apple-এর পণ্য নির্মাণকারী Foxconn তেলেঙ্গানায় ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে। পাশাপাশি Foxconn-এর প্ল্যান্ট হায়দ্রাবাদের কাছে রাঙ্গারেডি জেলার কোঙ্গার কালানে তৈরি হবে।