বাজি কারখানা থেকে মাসে ৫০ হাজার নিত পুলিশ, তৃণমূলকেও বোমা সাপ্লাই দিত! বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল এগরায় (Egra) ভয়াবহ বিস্ফোরণের (Blast) ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। আহতের সংখ্যাটা আরও অনেক বেশি। বুধবার সেখানে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিস্ফোরণস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। সেখানে দাঁড়িয়েই তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশকে।

এদিন বিস্ফোরক অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, “এগরা থানা এই বেআইনি বাজি কারখানা থেকে মাসকাবারি ৫০ হাজার টাকা তুলত।” নেতার অভিযোগ, কারখানার মালিক ভানু বাগ শাসকদলকেও বোমা সাপ্লাই দিত। মোটা টাকার বিনিময়ে পুলিশ এই অবৈধ কারবার রমরমিয়ে চালাতে দিচ্ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনার পর গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজি কারখানার মালিককে ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল, পরে কোর্টে তিনি ছাড়া পেয়ে যান। এই নিয়েও তোপ দেগে শুভেন্দু বলেন, “ওই বাজি কারখানার মালিককে গতবছর গ্রেফতার করা হয়েছিল। তারপর সে কোর্ট থেকে জামিন পেয়ে যায়। তার মানে বুঝুন, পুলিশ এমন কেস সাজিয়েছিল যাতে তার জামিন পেতে সুবিধা হয়।”

শুভেন্দু আরও বলেন, “এই ভানু বাগ ২০১৩ সালে পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। বিরোধী ২০১৮ সালে এই ভানু তার ছেলের বউকেও তৃণমূলের টিকিটে পঞ্চায়েতে প্রার্থী করেছিল।” এদিন বিরোধী দলনেতা এগরায় পৌঁছলে তাকে ঘিরে ভীড় বাড়তে শুরু করে। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের লোকজন। সব শুনে গ্রামবাসীদের আর্থিক সাহায্য প্রদানের আশ্বাসও দেন বিরোধী দলনেতা।

egra blast

প্রসঙ্গত, বিস্ফোরণের পর গতকালই আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই নিয়েও তোপ দাগেন শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ওই টাকা বিপর্যয় মোকাবিলা দপ্তরের। তৃণমূলের পার্টি অফিস থেকে এই টাকা দেওয়া হলে আপনারা কেউ নেবে না।” এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর