বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক নতুন পদক্ষেপ গ্রহণ করছে। হেল্পলাইন থেকে অন্যান্য সুরক্ষার ক্ষেত্রে নতুন নতুন বদল এনেছে ভারতীয় রেল। পোষ্যকে নিয়ে ট্রেন যাত্রা করার ক্ষেত্রে আরো নিয়ম শিথিল করেছে। এবার ভারতীয় রেলের পক্ষ থেকে শিশুদের জন্য আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নতুন নিয়মটি আপাতত রয়েছে ট্রায়াল পর্যায়। এই নিয়ম বলবৎ হলে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে ভারতীয় রেলের। বড় আকারের সুবিধা পাবেন সন্তান সম্ভবা মহিলা থেকে শিশুরা। ট্রেনে কীভাবে শিশুরা যাতায়াত করবে সেই সংক্রান্ত নতুন নিয়মাবলী আনা হয়েছে রেলের পক্ষ থেকে। ট্রেনে যাতায়াত এখন শিশুদের পক্ষে আরও নিরাপদ।
আপনি যদি শিশুদের নিয়ে ট্রেনে যাতায়াত করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার এই নতুন নিয়ম অবশ্যই জানা উচিত। সূত্রের খবর অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রেল বিশেষ ডিজাইন তৈরি করছে। কিছুদিন আগেই রেলের পক্ষ থেকে ট্রায়াল হিসাবে শুরু করা হয় অন্তসত্ত্বা মহিলাদের ট্রেনে শিশু জন্ম দেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা। নতুন এই ডিজাইন পূর্বের থেকে অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক।
রেলে এই নতুন ডিজাইন নিয়ে আপাতত ট্রায়াল চলছে। এই নিয়ম বলবৎ হলে ট্রেনে অন্তঃসত্ত্বা মহিলাদের শিশুর জন্ম দেওয়া আরও নিরাপদ হবে। আগে শিশুদের জন্য বরাদ্দ করা বার্থটি নরমাল সিটের দিকে খোলা ছিল। এরফলে শিশুদের পড়ে যাওয়া বা লাগেজ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। এবার সেটি ঢেকে দেওয়া হয়েছে উপর থেকে।