বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রুশো অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পেয়েছিলেন। কিন্তু লিভিংস্টোন সেটা পেলেন না। ফলে টসে জিতেও ম্যাচ হারতে হলো শিখর ধাওয়ানের পাঞ্জাবকে। ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে বোলারদের নিধন যোগ্য চলাকালীনই পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা হয়তো আশা করেছিলেন যে এবার তার দল অসম্ভবকে সম্ভব করে দেখাবে। কিন্তু এই বছরও হতাশ হয়েই ফিরতে হচ্ছে তাকে খালি হাতে।
টসে হারার পর আজ প্রথম ইনিংসে চলেছিল দিল্লি ব্যাটারদের ব্যাট হাতে তান্ডব। আজ দীর্ঘদিন পরে দলে ফেরানো হয়েছিল পৃথ্বী শ-কে। গোটা টুর্নামেন্টে তিনি যতটুকু সুযোগ পেয়েছিলেন, ততটুকু সময় তিনি পুরোপুরি হতাশ করেছিলেন সমর্থকদের। কিন্তু আজ দিল্লি ক্যাপিটালসের কাছে নিয়মরক্ষার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ৬২ বলে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি।
এই আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটি আজ পেয়েছেন পৃথ্বী। ৩০ বলে ৭ টি চার এবং একটি ছক্কা সহ ৫৪ রানের একটি প্রশংসনীয় ইনিংস খেলেন তিনি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার মাত্র ৪ রানের জন্য নিজের অর্ধশতরান হাতছাড়া করেন। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর আজ চললো রাইলি রুশো শো। আগ্রাসী ব্যাটিংকে চরম সীমায় নিয়ে গিয়ে ৩৭ বলে ছয়টি ছক্কা এবং ছয়টি চার সহ ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। ১৪ বলে ২৬ রান করে তাকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন ফিলিপ সল্ট। নির্ধারিত সময়ের শেষে ২১৩ রান স্কোরবোর্ডে তুলেছিল দিল্লি। পাঞ্জাবের হয়ে দিল্লির দুটো উইকেটে নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা স্যাম ক্যারান।
রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান তাকে করা ইশান্ত শর্মার প্রথম বলেই আউট হন খাতা না খুলেই। এরপর প্রভসিমরণ ও অর্থব অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করেন যার জন্য ম্যাচে কখনোই এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখান থেকে মনে হচ্ছিল যে পাঞ্জাব ম্যাচ জিততে পারে। দিল্লি আজ বিশ্রী ফিল্ডিং করেছে এবং দুটি ক্যাচ ও দুটি সহজ রান আউটের সুযোগ তারা নষ্ট করেছে। কিন্তু এসব সত্ত্বেও শেষপর্যন্ত ১৫ রানের ব্যবধানে হার মানতে হয়েছে পাঞ্জাবকে।
পাঞ্জাবের হয়ে কার্যত একা লড়ছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোন। একটা সময় প্রায় অসম্ভবের পর্যায়ে চলে যাওয়া ম্যাচটি নিয়ে পাঞ্জাব কিংস ভক্তরা ক্ষীণ আশার আলো দেখতে পাচ্ছিলেন। কিন্তু অপর প্রান্ত থেকে বিন্দুমাত্র সাহায্য পাননি তিনি। ফলে ৪৮ বলে ৫ টি চার এবং ৯ টি ছক্কা সহযোগে খেলা তার ৯৪ রানের ইনিংসটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। এই হারের ফলে এবারের আইপিএল এর প্লে অফ একদম থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস।