বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সুদিন ফিরিয়ে এনেছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। যেটা সলমন খান করে দেখাতে পারেননি সেটা করে দেখিয়ে দিয়েছেন আদা শর্মা। মাত্র ৯ দিনে ১০০ কোটি পেরিয়ে গিয়েছে ছবির বক্স অফিস কালেকশন। ১২ দিনে সেটা ছাপিয়ে গিয়েছে ১৫০ কোটির মাইলফলক। ব্যবসার উর্দ্ধগতি থামার নামও নেই।
গত ৫ মে বহু বিতর্কের পর মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। অবশ্য মুক্তির পরেও বিতর্ক ছেড়ে যায়নি ছবিটিকে। তবে বিতর্ককে সাইড করে টানা ভাল ব্যবসা করে চলেছে দ্য কেরালা স্টোরি। গত মঙ্গলবার একদিনেই ৯.৬৫ কোটি টাকা তুলেছে এই ছবি। এখনো পর্যন্ত ১৫৬.৬৯ কোটি টাকায় দাঁড়িয়ে রয়েছে ছবির ব্যবসার অঙ্ক।
ইতিমধ্যেই শাহরুখ খানের ‘পাঠান’কে ছাপিয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি। বক্স অফিস রিপোর্ট বলছে, পাঠানের ভারতে মোট আয় ছিল ৫৪৩.২২ কোটি টাকা। ছবির বাজেট ছিল আনুমানিক ২২৫ কোটি টাকা। এতে ছবির লাভ হয়েছিল ২৯৩.২২ টাকা অর্থাৎ প্রায় ১১৭ শতাংশ। আর দ্য কেরালা স্টোরি তৈরি হয়েছে মাত্র ৩০ কোটি টাকায়। মাত্র ১০ দিনেই ছবির ব্যবসার অঙ্ক ১৫০ কোটি ছুঁইছুঁই ছিল।
স্বাভাবিক ভাবেই লাভের পরিমাণও অনেকটাই বেশি। এখনি ২৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে লাভ। আগামী দিনে সেটা আরো বাড়বে বই কমবে না। এখনো পর্যন্ত এই ব্যবসার অঙ্ক নিয়ে ২০২৩ এর সবথেকে সফল হিন্দি ছবিগুলির মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে দ্য কেরালা স্টোরি।
প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুঠি ম্যায় মক্কার’কেও পেরিয়ে গিয়েছে দ্য কেরালা স্টোরি। তবে গত বছর মুক্তিপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলস এর কালেকশনকে এখনো পেরোতে পারেনি দ্য কেরালা স্টোরি।