বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে পারবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) যে নির্দেশ দিয়েছিলেন, তাই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এবার ইডি ও সিবিআই (ED-CBI) জেরার মুখে পড়তে হতে পারে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
শুধু তাই নয় এদিন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জরিমানার মোট ৫০ লক্ষ টাকা অবিলম্বে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঘটনার সূত্রপাত ঘটে কুন্তল ঘোষের লেখা এক চিঠি দিয়ে।
নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি কুন্তল ঘোষ। তবে সম্প্রতি কুন্তল নিম্ন আদালতে চিঠি লিখে অভিযোগ করেন যে অভিষেকের নাম নেওয়ার জন্য ইডি তার উপর চাপ দিচ্ছে। অন্যদিকে শহীদ মিনারের জনসভা থেকে অভিষেকও অভিযোগ করেছিলেন, তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের উপর চাপ দেওয়া হয়। এরপরেই এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। ঘটনাক্রমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা সরে যায় বিচারপতি সিনহার এজলাসে। আজ সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে।
তবে বুধবার অভিষেকের সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বলেন, “সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী ৯ জুন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে তদন্তে রিপোর্ট জমা দিতে হবে।” অন্যদিকে, আদালতে মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।