‘বাইরে চিকিৎসা করাতে চাই’, ফের জামিনের আবেদন অনুব্রতর! ২৩মে হবে শুনানি

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শারীরিক ভাবে অসুস্থ তিনি। এই দাবিতেই দেখিয়ে ফের জেলমুক্তির আবেদন করলেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের (Central Bureau of Investigation) বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ওই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

বিশেষ সূত্রে খবর, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত বহুদিন ধরেই অসুস্থ। তাঁর হৃদযন্ত্রে ৭২-৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সমস্যা রয়েছে শ্বাসকষ্টেরও। লিভারেও রয়েছে একাধিক সমস্যাও। নিয়মিত ওষুধও খাচ্ছেন তিনি।

   

anubrata tihar

এগুলি ছাড়াও নানান শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, তা আগেই জানান কেষ্ট। এবার জামিনের আরজি জানালেন তৃণমূল নেতা।

অনুব্রতর অসুস্থতা বহুদিনের। এর আগেও আদালতে বারবার অসুস্থতার কথা বলেছেন তিনি। সম্প্রতি এইমস (AIIMS), সফদরজং, জে বি পন্থ হাসপাতালে শারীরিক পরীক্ষা হয় তাঁর। যদিও কোনও হাসপাতালই তাঁর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেনি। আগামী ২৩ মে রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জামিন পান কিনা সেটার দিকেই তাকিয়ে রয়েছেন কেষ্ট ঘনিষ্ঠরা।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তার পরই তদন্তকারী আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে নামে ইডি। সেই অনুযায়ী তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর বর্তমানে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। প্রায় মাস দু’য়েক সেখানেই রয়েছেন। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর