রাজপ্রাসাদের মতো হবে এই জনপ্রিয় রেল স্টেশন, প্রধানমন্ত্রীর শেয়ার করা ছবি দেখলে হাঁ হয়ে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার ওড়িশাকে (Odisha) ৮,০০০ কোটি টাকার প্রকল্প উপহার দেবেন। পাশাপাশি, তিনি পুরী এবং কটক রেলস্টেশনের আধুনিকীকরণের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এই স্টেশনগুলির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। রেল যাত্রীদের বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের জন্য উভয় স্টেশনেই আধুনিক সব সুবিধা থাকবে।

মূলত, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্টেশনগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পুরী স্টেশনটি ঠিক কেমন দেখতে হবে সেই সংক্রান্ত ছবিও সামনে এনেছেন। উভয় স্টেশনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এই রেলস্টেশনগুলি দূর থেকে পাঁচতারা হোটেলের মতো মনে হবে।

প্রাপ্ত তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী মোদী ওড়িশায় রেল নেটওয়ার্কের ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ উৎসর্গ করবেন। যার ফলে সামগ্রিকভাবে পরিষেবা ও রক্ষণাবেক্ষণের খরচ কমবে এবং আমদানি করা অপরিশোধিত তেলের ওপর নির্ভরতাও হ্রাস পাবে।

চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং চমৎকার পার্কিং: স্টেশনগুলিতে দুর্দান্ত আলোকসজ্জার পাশাপাশি পুনর্নির্মাণের ক্ষেত্রে পার্কিংয়ের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। উভয় স্টেশনকেই রীতমতো আধুনিক বিমানবন্দর বলে মনে হবে।

পুরীতে আগত যাত্রীদের সুবিধা মিলবে: এদিকে, পুরী রেল স্টেশনের এহেন আধুনিকীকরণের ফলে পুরীতে আগত যাত্রী তথা ভক্তদের অত্যন্ত সুবিধে হবে। মূলত, পুরীর জগন্নাথ মন্দিরে আসার ক্ষেত্রে যাত্রীরা এই স্টেশনটিতেই আসেন। স্টেশনটির উন্নয়নের ক্ষেত্রে ১৬১.৫০ কোটি টাকা ব্যয় করা হবে। পাশাপাশি, কটক স্টেশনটিকেও নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এটির আধুনিকীকরণের ক্ষেত্রে ৩০৩ কোটি টাকার খরচ হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর