বর্ষার মরশুমে মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা! হবে দুর্দান্ত আয়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই ব্যবসার (Business) প্রতি আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন যুগোপযোগী ব্যাবসায়িক উপায় অবলম্বন করলে পাওয়া যাচ্ছে বিরাট লাভও। যদিও অনেকেই বিনিয়োগের ঝুঁকির জন্য ব্যবসা শুরু করতে ভয় পান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করবো যেটি একদম স্বল্প বিনিয়োগের মাধ্যমেই শুরু করা সম্ভব। শুধু তাই নয়, খুব কম সময়ের মধ্যেই এই ব্যবসায় আপনি লাভও পেতে থাকবেন।

ইতিমধ্যেই বৃষ্টির প্রকোপ শুরু হয়েছে। পাশাপাশি, বর্ষাকাল আসছে আর কিছুদিন পর। এমতাবস্থায়, আমরা যে ব্যবসার প্রসঙ্গটির অবতারণা করছি সেটি বর্ষাকালের জন্য একদম উপযুক্ত। মূলত, বছরের এই সময়ে এমন কিছু পণ্য রয়েছে যেগুলির চাহিদা গ্রাম এবং শহর সর্বত্র বিপুলহারে পরিলক্ষিত হয়।

৫,০০০ টাকায় আজই এই ব্যবসা শুরু করুন: আপনি বর্ষাকালে রেনকোটের ব্যবসা শুরু করতে পারেন। মূলত, বৃষ্টির দিনে পড়ুয়াদের পাশাপাশি নিত্যযাত্রীদেরও সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটির। তবে শুধু রেনকোটই নয়, পাশাপাশি বর্ষাকালে ছাতা, ওয়াটার প্রুফ স্কুল ব্যাগ ও রাবারের জুতোর প্রচুর চাহিদা থাকে। এছাড়া, গ্রীষ্মকালেও ছাতার বহুল ব্যবহার দেখা যায়। তাই, এই জিনিসগুলিকে টার্গেট করে আপনি কম বিনিয়োগের মাধ্যমে এই ধরণের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করতে আপনার প্রয়োজন মাত্র ৫,০০০ টাকা। তারপর আপনি ধীরে ধীরে এই ব্যবসা বাড়াতেও পারেন।

বর্ষায় এইসব জিনিসের চাহিদা বেড়ে যায়: বর্ষাকালে সাধারণত রেনকোট, ছাতা, মশারি, ও রাবারের জুতোর চাহিদা বেশি থাকে। যে কারণে এই জিনিসগুলি আপনি পাইকারি বাজার থেকে কিনে স্থানীয় বাজারে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। পাশাপাশি, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও এগুলির দাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আজকাল বাজারে অনেক ধরণের ছাতা পাওয়া যায়। যেগুলির দামেও পার্থক্য পরিলক্ষিত হয়। পাশাপাশি, রেনকোট এবং মশারির মতো আইটেমগুলি বাড়িতেও তৈরি করা যেতে পারে। তবে, তার জন্য অভিজ্ঞ কোনো ব্যক্তির প্রয়োজন।

pension money

পাইকারি বাজার থেকে পণ্য কিনে স্থানীয় বাজারে এগুলি বিক্রি করে আপনি ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত লাভ স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। সামগ্রিকভাবে, আপনি সহজেই এই ব্যবসা থেকে প্রতি মাসে ১৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। যেকোনো বড় শহরের পাইকারি বাজার থেকেই এই পণ্যগুলি খুব সহজেই পাওয়া যাবে। পাইকারি বাজারে কেনার পর, আপনি স্থানীয় বাজারে খুচরো বিক্রেতাদের কাছে এগুলি বিক্রি করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর