বাংলা হান্ট ডেস্ক : কাল বিকেল থেকেই বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিন রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও (Kolkata)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস : ৮ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%
কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৯ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : অপরদিকে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে হবে ঝড়। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইবে বলে জানিয়েছে মৌসম ভবন। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝড় বইতে পারে।
আগামীকালের আবহাওয়া : আগামী দু’দিন পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা।