বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রসংঘের (United Nations) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, জনসংখ্যার নিরিখে চিনকে (China) হারিয়ে দিয়েছে আমাদের দেশ। এমতাবস্থায়, দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরুর মতো বড় শহরে ক্রমেই বেড়ে চলেছে জনসংখ্যার হার। মূলত, জীবিকার তাগিদেই দেশের ছোট ছোট শহর এবং গ্রাম গুলি থেকে শহরমুখী হচ্ছেন অধিকাংশজন। যার ফলে সামগ্রিকভাবে ভিড় বাড়ছে শহরগুলিতে।
এমতাবস্থায়, এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য বড়সড় পরিকল্পনা করছে কেন্দ্র। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার একটি বা দু’টি নয়, বরং একইসাথে আটটি নতুন শহর গড়ে তোলার পরিকল্পনার পথে হাঁটছে মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক এমনটাই দাবি করেছেন।
কি জানা গিয়েছে: ইউনিয়ন আবাসন ও নগর বিষয়ক বিভাগের G20 ইউনিটের পরিচালনার দায়িত্বে থাকা এম বি সিং ইন্দোরে আরবান ২০ (U20)-র বৈঠকের ফাঁকে পিটিআইকে জানিয়েছেন, “পঞ্চদশ অর্থ কমিশনের একটি রিপোর্টে দেশে নতুন শহরগুলির উন্নয়নের সুপারিশ করা হয়। এখনও পর্যন্ত ২৬ টি নতুন শহরের প্রস্তাব এলেও সবদিক বিবেচনা করে ৮ টি শহরের কথাই ভাবা হচ্ছে।”
সিং বলেছেন যে, এই পরিকল্পনাটি পরীক্ষা করার পরে, সরকার নতুন শহরগুলির অবস্থান এবং তাদের উন্নয়নের সময়সীমা সম্পর্কে একটি আনুষ্ঠানিক ঘোষণা করবে। তিনি জানান, “আমাদের দেশে নতুন শহর স্থাপন করতে হবে। কারণ বর্তমান শহরগুলি ক্রমবর্ধমান নাগরিকদের চাহিদার বোঝা বহন করতে সক্ষম নয়।”
এছাড়াও তিনি জানান, প্রতিটি নতুন শহর গড়ে উঠলে সেগুলির অন্তত ২০০ কিলোমিটার ব্যাসার্ধে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। তাঁর মতে, নতুন শহর স্থাপনের জন্য আর্থিক পরিকল্পনার এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই প্রকল্পের অর্থ জোগানে কেন্দ্রীয় সরকারের একটি বড় অংশ থাকবে বলেও জানান তিনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার