মুখ্যমন্ত্রীর পাশে বসে সিনেমা দেখতে চাই, আদালতে জয়ের পর উচ্ছ্বসিত কেরালা স্টোরি পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: বড় জয় ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story)। পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ করার যে ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার করেছিল তাতে আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বাংলায় দ্য কেরালা স্টোরি দেখতে আর কোনো বাধাই রইল না। আদালতের রায়ে উচ্ছ্বসিত ছবির পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাইলে তাঁর সঙ্গে বসেও ছবিটি দেখতে পারেন তিনি।

দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের কোনো প্রেক্ষাগৃহেই দেখানো হবে না এই ছবি। দ্য কেরালা স্টোরির বিষয়বস্তু সমাজে হিংসাজনক পরিস্থিতি সৃষ্টি হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কা করেই ছবিটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল মমতা সরকার।

kerala story

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই সরব হয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজক এমনকি মুখ্য অভিনেত্রী আদা শর্মাও। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা আগেই বলেছিলেন পরিচালক সুদীপ্ত সেন। রাজ্যে ছবিটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করার কারণ দেখানোর জন্য সরকারের কাছে নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্টের তরফে।

কিন্তু সরকারের উত্তরে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, পশ্চিমবঙ্গে চলবে দ্য কেরালা স্টোরি। আদালতের তরফে বলা হয়, পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রণ আইনের আওতায় রাজ্যে ছবিটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কিন্তু আদালতে যেসব তথ্য পেশ করা হয়েছে সেসব খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে কেরালা স্টোরির উপরে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টা যুক্তিসম্মত নয়। তাই রাজ্য সরকারের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করা হল।

kerala story usa

সম্প্রতি শহরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে পরিচালক সুদীপ্ত সেন বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো কোনো হলেই দেখানো হচ্ছে না দ্য কেরালা স্টোরি। প্রত্যেকটা দৃশ্য আলাদা আলাদা করে পরীক্ষা করার পরেই সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে। তবুও কোনো হলে ছবি না দেখানোয় তাঁরা হতাশ বলে জানান পরিচালক।

তিনি আরো বলেন, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন যেন একটি বার ছবিটা দেখেন। খুবই ‘অনেস্ট’ ছবি বানিয়েছেন তাঁরা। অন্যদিকে ছবির প্রযোজক বলেন, তাঁরা ইতিমধ্যেই হুমকি পেতে শুরু করেছেন যাতে ছবিটি না দেখানো হয়। হল মালিকরাও হুমকি পাচ্ছেন। প্রযোজক বিপুল শাহ বলেন, তাঁরা মুসলিমদের বিরুদ্ধে নন। আদালতের নির্দেশের পরেও যদি ছবিটি রাজ্যে দেখানো না হয় তাহলে আবারও তাঁরা কোর্টে যাবেন বলে জানান প্রযোজক।

Niranjana Nag

সম্পর্কিত খবর