‘আমার স্ত্রীকেও ছাড়েনি’, CBI জেরার মুখে বড় বোমা ফাটালেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করছে সিবিআই (CBI)। শুক্রবারই গোয়েন্দাদের নোটিস পেয়ে কলকাতায় ফিরেছেন অভিষেক। জিজ্ঞাসাবাদে তার কোনো অসুবিধা নেই বলেও সিবিআই এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ।

ঠিক কী বললেন অভিষেক? গতকাল তলবের নোটিস পেয়েই সংবাদমাধ্যমে মুখ খোলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো। বলেন, “আমার আইনজীবীদেরও ED, CBI করেছে। আমার স্ত্রীকেও ছাড়েনি। আমার আইনজীবী, আমার ঘনিষ্ঠবৃত্তে যারা আছেন, আমার আপ্তসহায়ক, তাকেও ইডি ডেকে পাঠাচ্ছে। কারণ, আমাকে দমাবে। আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।”

গত প্রায় একমাস ধরে তৃণমূলের নবজোয়ার যাত্রায় বেড়িয়েছেন অভিষেক। CBI তলবের জেরে আপাতত স্থগিত সেই জনসংযোগ যাত্রা। রক্ষাকবচ চেয়ে আদালতেরও দ্বারস্থও হয়েছিলেন, তবে তাতেও কোনো সুফল পেলেন না নেতা। গতকালই তাকে নোটিস দিয়েছে CBI। আজ বেলা ১১ টায় নিজাম প্যালেসে গোয়েন্দাদের মুখোমুখি হবেন তিনি। জানা গিয়েছে অভিষেককে জিজ্ঞাসবাদ করতে পাঁচ পাতার প্রশ্ন মালা সাজিয়েছে CBI।

এই প্রসঙ্গেই গতকাল অভিষেক বলেন, “ওদের (কেন্দ্রীয় এজেন্সি) কাছে আমি মাথা নিচু করিনি। আমি মাথা নিচু করব মানুষের কাছে, বাবা-মায়ের কাছে, দলনেত্রীর কাছে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না। এসএসসি-তে যদি আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায় আমি ফাঁসির মঞ্চে জীবন দেব।”

abhishek

প্রসঙ্গত, পূর্বে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের পাশাপাশি নেতার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। ২০২১-এর ফেব্রুয়ারি মাসে এই মামলার তদন্তে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে CBI আধিকারিকরা। একবার নয় একাধিক বার অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরও কয়লা মামলায় ইডির মুখোমুখি হয়েছিলেন। এবার এই সব ঘটনা টেনেই সুর চড়ালেন অভিষেক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর