এক্সের নামে গালিগালাজ নয়, তিক্ততা ভুলে প্রাক্তনকে বন্ধু বানিয়ে নজির গড়েছেন এই তারকারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জীবনে চলার পথে এমন অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয় যাদের সবার সঙ্গে হয়তো শেষ পর্যন্ত সম্পর্ক (Relation) থাকে না। অনেকের সঙ্গে পথচলাটা মাঝখানেই শেষ হয়ে যায়। সম্পর্ক এবং বিচ্ছেদ (Breakup) দুটোই মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে ওতপ্রোতভাবে। কিন্তু অধিকাংশ মানুষেরই সম্পর্ক ভাঙার পর প্রাক্তনের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না।

বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক ভাঙার পর্বটা এতটাই অশান্তিপুর্ণ হয় যে তিক্ততা পাকাপাকি ভাবে থেকে যায় মনে। কিন্তু বলিউডে এমন কয়েকজন তারকা রয়েছেন যাঁদের সম্পর্ক, এমনকি বিয়ে ভাঙার পরেও দিব্যি বন্ধুত্ব রয়েছে প্রাক্তনের সঙ্গে। তালিকায় রয়েছেন কারা কারা? দেখে নিন এখনি-

রবীনা ট্যান্ডন অক্ষয় কুমার– গভীর প্রেম ছিল দুজনের মধ্যে। এমনকি এও শোনা গিয়েছিল, তাঁদের নাকি বাগদানও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। তবে সম্প্রতি রবীনা জানিয়েছেন অক্ষয়ের সঙ্গে নাকি এখনো ভালোই সম্পর্ক তাঁর।

deepika ranbir

দীপিকা পাডুকোন রণবীর কাপুর– শাহরুখ সলমন পরবর্তী প্রজন্মে এই দুজনের লভস্টোরি ছিল সবথেকে চর্চিত। বহু বছর ধরে সম্পর্কে ছিলেন দীপিকা রণবীর। অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পরে অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলেন দীপিকা। তবে সেসব পুরনো কথা। আগের সম্পর্ক ভুলে এখন ভাল বন্ধু হয়ে গিয়েছেন দীপিকা রণবীর।

সলমন খান ক্যাটরিনা কাইফ– ক্যাটকে কার্যত নিজের সম্পত্তি বলে মনে করতেন ভাইজান। অভিনেত্রীর কেরিয়ারও গড়েছিলেন তিনি। কিন্তু তবুও সলমনকে ছেড়ে প্রথমে রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। আর এখন ভিকি কৌশলকে বিয়ে করে বেশ সুখেই সংসার করছেন তিনি। অন্যদিকে সলমন এখনো অবিবাহিতই রয়েছেন। তবে দুজনের মধ্যে সম্পর্ক বেশ স্বাভাবিক।

হৃতিক রোশন সুজান খান– অভিনয়ে ডেবিউয়ের আগেই প্রেমিকা সুজানকে বিয়ে করেছিলেন হৃতিক। দীর্ঘদিন সংসার করার পর সবাইকে চমকে দিয়ে আলাদা হয়ে যান তাঁরা। এখন দুজনেই খুঁজে নিয়েছেন নতুন নতুন প্রেম। হৃতিক সুজানের মধ্যে সম্পর্ক তো খুবই ভাল, এমনকি চারজনকে একসঙ্গে পার্টিও করতে দেখা যায়।

anushka ranveer

অনুষ্কা শর্মা রণবীর সিং– বিরাট কোহলিকে বিয়ের আগে রণবীরের প্রেমে পড়েছিলেন অনুষ্কা। কিন্তু তাঁদের বিচ্ছেদটা তেমন সুখকর হয়নি। সম্পর্ক ভাঙার পরে তিক্ততা থাকলেও বর্তমানে তা কাটিয়ে উঠেছেন দুজনেই।

সম্পর্কিত খবর

X