বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতের এক ঘটনার প্রেক্ষিতে SSKM এর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলে সরব মদন মিত্র (TMC MLA Madan Mitra)। আর এবার শুধু তাতেই সীমাবদ্ধ নয়, দরকারে পদত্যাগ করবেন বলেও জানিয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
এদিন SSKM ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। সেখানেই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ” একটা স্বাস্থ্য কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তবে পদত্যাগ করবো। তবে অনুরোধ একটাই। একমাসের মধ্যে যেন নির্বাচন হয়।”
তিনি আরও বলেন, ” কী দিয়েছে? ওই একটা MLA পদ! ছেড়ে দেব। টিউশনি করে সংসার চালাবো। আমি যদি বই লিখি সেটা বেস্ট সেলার হবে। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে।” হাসপাতালের কর্মীদের সাসপেন্ড করার দাবিও তুললেন তৃণমূল নেতা।
SSKM নিয়ে নিজের অবস্থানে অনড় মদন মিত্র। দলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। “কুণালের বিরুদ্ধে ৭৫০ মামলা ছিল, এখন দলের প্রিয় মুখপাত্র”, ঠিক এই কথাও শোনা গেল বিধায়কের গলায়। নিজের পরিবারের ওপর যাতে কোনো প্রতিহিংসা না আসে, এই নিয়েও অনুরোধ করেন মদন মিত্র।
প্রসঙ্গত, শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় এসএসকেএম হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পাল নামে এক যুবক গুরুতর জখম হন। তাকে নিয়ে ভর্তি করাতে হাসপাতালে ছোটেন খোদ মদন মিত্র। তবে নেতার অভিযোগ, প্রায় ছ’ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই শুভদীপকে রেখে দিতে হয়। এরপর হাসপাতালে ঢোকার মুখেই পুলিশ এবং কর্মীদের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন তিনি। বহু চেষ্টার পরও রোগীকে হাসপাতালে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ।
এরপরেই গোটা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য দৃষ্টি আকর্ষণ করে SSKM বয়কটেরও ডাক দেন তিনি। তার মুখে শোনা যায় সিপিএম বন্দনাও। বলেন, “এটা যদি সিপিএমের আমল হত, আমি এক মিনিটের মধ্যে এই রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম।”
একসময় SSKM হাসপাতালের যাবতীয় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার হাতেই। তবে বর্তমানে সময় বদলেছে, তৃণমূলের হেভিওয়েটের লাইমলাইট থেকে অনেকটাই সরে গিয়েছেন বিধায়ক। আর এদিন মধ্য রাতে সেই SSKM-এই রোগী ভর্তি করতে না পারায় যথেষ্টই অস্বস্তিতে মদন মিত্র। আর এরই মধ্যে একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিধায়কের মুখে।