বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল গত ১৬ বছর ধরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে পরিণত হয়েছে। সারা বিশ্বের ক্রিকেটাররা এই লিগে সুযোগ পাওয়ার আশায় থাকেন। বহু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে অসাধারণ পারফরম্যান্স এবং রেকর্ড সত্ত্বেও প্রতিযোগিতার কারণে আইপিএলের সুযোগ পেয়েও প্রথম একাদশে জায়গা পাননি সেই ক্রিকেটার। এর থেকেই বোঝা যায় যে আইপিএল কতটা কঠিন ঠাঁই।
এই প্রতিযোগিতা কেন এত জনপ্রিয় বা প্রত্যেক দেশের ক্রিকেটাররা কেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এই প্রশ্ন করা হলে অনেকেই বলে থাকেন এর মূল কারণটা হল এই লিগের প্রতিদ্বন্দ্বিতা। যে কোনও সময় যে কোনও দল যে কোনও কঠিন প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলতি আইপিএলেও এই ব্যাপারটা একাধিকবার দেখা গিয়েছে। কিন্তু একতরফাভাবে কোন দল এই টুর্নামেন্টে ম্যাচ জেতে না এমনটা কেউই দাবি করবে না। তাই আমাদের আজকের প্রতিবেদন সেই প্রমাণ সাপেক্ষে। এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে যে আইপিএল এ কোন চারটি দল সবচেয়ে বেশি ম্যাচ ৫০ বা তার বেশি রানের ব্যবধানে জিতেছে।
● কলকাতা নাইট রাইডার্স: আইপিএলে তাদের যাত্রাটাই শুরু হয়েছিল এই বিশেষ রকমের জয়ের মধ্য দিয়ে। তারপর ১৬ বছর ধরে খারাপ এবং ভালো দুই রকম সময় কাটিয়েছেন নাইট ভক্তরা। এর মধ্যে মোট ৯ বার প্রতিপক্ষকে ৫০ বা তার বেশি রানের ব্যবধানে হারিয়েছে কেকেআর। এই তালিকায় ৪ নম্বরে রয়েছে তারা।
● রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: এই প্রতিবেদনে যে কটি দলের নাম উল্লেখ করা হবে তার মধ্যে কেবলমাত্র এই একটি দলই আইপিএল ট্রফির মুখ দেখেনি। কিন্তু তাদের বরাবরের শক্তিশালী ব্যাটিং লাইন আপ আইপিএলের ইতিহাসে কিছু স্মরণীয় বড় ব্যবধানের জয় নথিবদ্ধ করেছে তাদের নামে। মোট দশবার প্রতিপক্ষকে ৫০ বা তার বেশি রানের ব্যবধানে হারিয়েছে আরসিবি। এই তালিকায় তারা ৩ নম্বর রয়েছে।
● মুম্বাই ইন্ডিয়ান্স: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল। রোহিত শর্মার নেতৃত্বে তারা মোট পাঁচবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে। তাদের ব্যাটিং বরাবরই খুব শক্তিশালী এবং বিশ্বের সেরা কিছু তারকা ক্রিকেটাররা এই দলে খেলে গিয়েছেন এবং বর্তমানেও খেলেন। আইপিএলের ইতিহাসে মোট ১২ বার নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে ৫০ বা তার বেশি রানের ব্যবধানে জয় পেয়েছে মুম্বাই। এই তালিকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে।
● চেন্নাই সুপার কিংস: আজই দিল্লি ক্যাপিটালসকে পঞ্চাশের বেশি রানের ব্যবধানে হারিয়েছে তারা। আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল তারাই এটা নিশ্চিতভাবেই বলা যায়। দুই বছর দুর্নীতির অভিযোগে শাস্তি কাটিয়ে ফিরে এসেও তারা এই তালিকায় প্রথম স্থানে রয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির দল প্রতিটি আইপিএলে স্মরণীয় কিছু জয় নথিবদ্ধ করে। ৫০ বা তার বেশি রানের ব্যবধানে প্রতিপক্ষকে মোট ১৭ বার হারিয়েছে চারবার আইপিএল ট্রফি ঘরে তোলা এই ফ্র্যাঞ্চাইজিটি।