যেন পাশের বাড়ির ছেলে, ‘ভাল আছো সবাই?’ প্রতিবেশীদের জিজ্ঞেস করে স্কুটারে উঠলেন অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: পরনে ঢিলেঢালা শ্যাওলা সবুজ প্যান্ট, একটা ধূসর টিশার্ট। মাথা ঢাকা সবুজ ব্যান্ডানায়। হাতে একটা প্যাকেট নিয়ে যিনি হনহনিয়ে চলেছেন তাঁকে এক ঝলক দেখলে বোঝা দায় যে, এই মানুষটাই এই মুহূর্তে দেশের এক নম্বর গায়ক। তিনি অরিজিৎ সিং (Arijit Singh)। প্রতিবেশীদের কুশল জিজ্ঞাসা করে তাঁর স্কুটার চালিয়ে চলে যাওয়ার দৃশ্য দেখে ঘোর যেন কাটছে না নেটিজেনদের।

এমন দৃশ্য প্রত্যেকটা পাড়াতেই আকছার দেখা যায়। জিয়াগঞ্জের মানুষদের কাছেও ব্যাপারটা খুবই সাধারণ। সেখানে অরিজিৎ সিং কোনো আকাশের চাঁদ, মহাতারকা নন। একেবারেই পাশের বাড়ির ছেলে। মাঝে মধ্যেই রাস্তায় স্কুটার নিয়ে ঘুরতে দেখা যায় তাঁকে। সবার সঙ্গেই হেসে কথা বলেন অরিজিৎ। আবার পরের দিনই হয়তো তিনি উড়ে যাবেন কোনো শহরে বা বিদেশে কনসার্টের জন্য।

arijit

যে ভাইরাল ভিডিও নিয়ে এত চর্চা সেখানে দেখা যাচ্ছে, ছিমছাম পোশাকে হাতে একটি প্যাকেট নিয়ে হেঁটে আসছেন অরিজিৎ। প্রতিবেশীদের দাঁড়িয়ে থাকতে দেখেই একগাল হেসে জিজ্ঞাসা করলেন, ‘ভাল আছো সবাই?’ সবাই একসঙ্গে উত্তর দেন, সকলে ভাল আছেন। ‘তুমি ভাল কিনা?’ অরিজিৎ উত্তর দেন, ‘হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে গো’।

ছেলে কেমন আছে? বৌদি এলো না কেন? গায়ক উত্তর দেন, কোয়েল রক্ত দিতে গিয়েছে। স্কুটারে উঠে স্টার্ট দিতে দিতেই আবারো একজনকে হাসিমুখে বলে ওঠেন তিনি, ‘আজ আর দাঁড়ালে হবে না গো’। ভিডিও দেখে কে বলবে ইনিই ‘দ্য অরিজিৎ সিং’, যাঁর কনসার্টের টিকিট বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়? বাস্তবে এতটাই মাটির মানুষ তিনি যে দেখেও যেন বিশ্বাস হতে চায় না।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঔরঙ্গাবাদে কনসার্ট ছিল অরিজিতের। সেখানে শোয়ের মধ্যেই বিপাকে পড়তে হয় তাঁকে। এক ভক্ত অতি উৎসাহিত হয়ে হাত ধরে টেনেছিলেন অরিজিতের। পালটা ওই অনুরাগীকে ভদ্র ভাষায় বুঝিয়েছিলেন গায়ক।

Niranjana Nag

সম্পর্কিত খবর