দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ! জেলায় জেলায় ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ, এই ভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। বনবিভাগে (Forest Department) কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। শুক্রবার প্রকাশিত হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। এই পদে চুক্তিভিত্তিক আংশিক সময়ের জন্য নিয়োগ হবে। অনলাইন আবেদনের কোনও সুবিধা নেই, চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনে।

রাজ্যের প্রতিটি জেলায় বনসহায়ক পদে নিয়োগ হবে। আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য অবশ্যই বয়সের ছাড় থাকবে। তবে শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। প্রার্থীদের কোনও স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করা থাকলে তবেই আবেদন করা যাবে।

বিভিন্ন পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে প্রার্থীদের। নিয়োগও হবে সেই ভিত্তিতেই। প্রার্থীরা যে জেলার বাসিন্দা সেখানে বা তার পার্শ্ববর্তী জেলায় তাঁদের পোস্টিং হবে বলে জানানো হয়েছে।

forest dept job

মাসিক ১০,০০০ টাকা করে বেতন পাবেন নিযুক্তরা।প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ হবে। তবে পরে প্রয়োজন অনুসারে মেয়াদ বাড়তে পারে। আবেদন করতে মূল বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করার পর তা পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করতে হবে।

শুক্রবারই প্রকাশিত হয়েছে। তার ৭ দিনের মধ্যে সমস্ত নথি পাঠাতে হবে। বিস্তারিত জানতে বনবিভাগের ওয়েবসাইট http://www.westbengalforest.gov.in তে ক্লিক করুন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর