৯ বছরে পা দেবে মোদী সরকার! দেশজুড়ে কর্মসূচী, বাংলায় ১০০ জনসভা, ফের পদ্ম ফোটাতে মরিয়া BJP

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রে মোদী সরকারের (Narendra Modi Government) ৯ বছর পূর্তি হচ্ছে মে মাসের শেষে। হাতে মাত্র গোনা কয়েক দিন। তারপরই ৯ বছর পূর্ণ করতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। দেশ জুড়ে বড় বড় কর্মসূচি নেওয়া হচ্ছে গেরুয়া শিবির তরফে। অন্যদিকে এ রাজ্যে (West Bengal) আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তাই বাংলাতেও জোর কদমে চলছে বর্ষপূর্তির প্রস্তুতি। সূত্রের খবর, দলীয় সার্কুলারে নির্দেশ এই রাজ্যে ১০০টি জনসভা করতে হবে।

আর কী কী নির্দেশ? সর্বত্র জনসংযোগ গড়ে তোলাই মূল লক্ষ্য। জেলায় জেলায় এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে জনসভায় রাখতে হবে। করতে হবে চা, নৈশভোজের বন্দোবস্ত। সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে দলের নেতা, সাংসদ থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রীদের। গোটা এই ৯ বছরে মোদী সরকার দেশের কল্যাণ, উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে, সরকারের গৌরবজ্জ্বল দিকগুলি তুলে ধরতে হবে।দলীয় সার্কুলারে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ, এ রাজ্যে প্রতিটা মণ্ডল স্তরে ১০০ জনের একটি করে সভা করতে হবে। জনসম্পর্ক গড়তে হবে। নানা কর্মসূচী, অনুষ্ঠানেত মাধ্যমে জন সমর্থন আদায় করতে হবে। আর সেই লক্ষ্যে এলাকার ক্রীড়াবিদ, শিল্পপতি, শহীদ পরিবার-সহ সমাজের বিভিন্ন অংশে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে।‌ সমস্ত লোকসভায় বুদ্ধিজীবীদের এক করে করতে হবে সভা।

bjp flag

এ রাজ্যের জন্য করতে হবে ব্যবসায়ী সম্মেলনও। অন্যদিকে, নিজেদের লক্ষ্যে পৌঁছতে যথাসাধ্য ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে হবে। গোটা দেশ জুড়ে মোট ৫১টি বড় জনসভা হতে চলেছে। সর্বভারতীয় পদাধিকারীরা উপস্থিত থাকবেন এই জনসভায় গুলিতে।

জানা গিয়েছে, আগামী ৩০ মে থেকে শুরু করে ৩০ জুন পর্যন্ত, মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এই অনুষ্ঠান গুলি হবে। রাজ্যকে দেওয়া নির্দেশ, এই সকল কর্মসূচীর মাধ্যমে দলের প্রবীণ নেতা কর্মীদের সঙ্গে নবীনদের সম্পর্কের বাঁধন আরও নিবিড় করতে হবে। সূত্রের খবর, রবিবার রাজ্য কার্যকারিনি বৈঠকে এই সার্কুলারে দেওয়া হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর