বাংলা হান্ট ডেস্ক : জাপানে (Japan) অনুষ্ঠিত জি-৭ (G7 Summit) সম্মেলনে আহ্বান পেয়েছে ভারত (India)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ইতিমধ্যেই উড়ে গেছেন সেখানে। কখনও জো বাইডেনের সঙ্গে আলিঙ্গন করছেন, কখনও বা জলেনস্কির সঙ্গে আলোচনারত দেখা গেছে নমোকে। এরই মধ্যে মোদি দাবি করলেন অদূর ভবিষ্যতে ভারত জি-৭-এর সদস্য দেশ হতে চলেছে।
১৯-২১মে জাপানে অনুষ্ঠিত বৈঠকে জি-৭-র সদস্য সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। ভারত, চীন ও ব্রাজিলকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা যাচ্ছে। তা হলে জি-৭-র নাম পরিবর্তন হয়ে জি-১০ হয়ে যাবে।
বর্তমানে কারা এই গ্রুপের সদস্য? এই মুহুর্তে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা এই গ্রুপের সদস্য। ১৯৭৫ সালে প্রতিষ্ঠা হয় এই গ্রুপ। তখন এট নাম ছিল জি-৬। পরে যোগ দেয় কানাডা। একটা সময় রাশিয়াও এর সদস্য ছিল। ২০১৪ সালে হঠাৎই ক্রিমিয়া আক্রমণ করে বসলে সরিয়ে দেওয়া হয় রাশিয়াকে। বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রায় ৪৫ শতাংশ এই গ্রুপের সদস্য দেশগুলি।
জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত এই সম্মেলনে নিমন্ত্রণ পেয়েছে ভারত। এই প্রথমবার নয়, এই নিয়ে ৯ বার জি-৭ সম্মেলনে আহ্বান করা হল ভারতকে। এবারে ভারত-চিন-ব্রাজিলের মতো বৃহৎ দেশকে অন্তর্ভুক্ত করে জি-১০ বা ডি-১০ অথর্ৎ গণতন্ত্র-১০ করার জন্য আলোচনা চলছে।
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-৭-র ৩টি অধিবেশনে যোগ দেবেন। প্রথম অধিবেশনের বিষয় হল নিরাপত্তা, স্বাস্থ্য, উন্নয়ন। দ্বিতীয় অধিবেশনে আলোচনা হবে উন্নয়ন, জলবায়ু, শক্তি, পরিবেশ। তৃতীয় অধিবেশনের মূল লক্ষ্য হল শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব গড়া।