লজ্জা পাবেন সলমনও, ১৫০ দিন পরেও সিনেমাহলে হাউজফুল ‘প্রজাপতি’

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে সিনেমার অবস্থা তথৈবচ। বছরের শুরুতে ‘পাঠান’ এর পর সম্প্রতি ‘দ্য কেরালা স্টোরি’ সাফল্যের মুখ দেখেছে। মাঝে সলমন খানের মতো সুপারস্টার অভিনেতাও বক্স অফিসে ডুবেছেন। অন্য অভিনেতাদের পরিস্থিতিও তেমন ভাল নয়। অথচ টলিউডে ব্যাপারটা একটু অন্য রকম। এই ইন্ডাস্ট্রিতে দেবের প্রযোজিত এবং অভিনীত ছবিগুলি সবকটিই প্রায় হিট হচ্ছে। বিশেষত দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘প্রজাপতি’ (Projapoti) বাংলা ছবির মোড়ই ঘুরিয়ে দিয়েছিল।

১৫০ দিন পার করে ফেলেছে এই ছবি। অথচ জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত ছবিটি বক্স অফিসে টাকা তুলে চলেছে। নতুন একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে এখনো প্রজাপতি চলছে। গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ছবিটি। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ডিজিটাল এবং টেলিভিশন প্রিমিয়ারও হয়ে গিয়েছে প্রজাপতির। কিন্তু তবুও হলমুখী দর্শকদের ভিড় লেগেই রয়েছে।

projapoti

সূত্রের খবর মানলে, এখনো পর্যন্ত মোট ১৩ কোটি টাকার ব্যবসা করেছে প্রজাপতি। যেকোনো বাংলা ছবির ক্ষেত্রে এই অঙ্কটা যে রীতিমতো চমকপ্রদ তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২২ এ এটাই সবথেকে বেশি ব্যবসা করা ছবি বলে দাবি করা হচ্ছে।

বাংলা ছবির জগতে মাইলফলক তৈরি করেছে প্রজাপতি। এমনিতেই বিগত কয়েক বছর ধরে পরপর ভাল ছবি উপহার দিচ্ছেন দেব। তাঁর আগের ছবি ‘টনিক’ও সুপারহিট হয়েছিল। পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে আবারো হাত মিলিয়ে প্রজাপতি নিয়ে আসেন দেব। তবে তাঁর সবথেকে বড় তুরুপের তাস ছিলেন মিঠুন।

বহু বছর পর বাংলা ছবিতে ফিরেছেন মেগাস্টার মিঠুন। দর্শকরা প্রথমে নামমাহাত্ম্যেই দেখতে গিয়েছিলেন ছবিটি। প্রথম থেকেই ব্যবসায় ছক্কা হাঁকাতে শুরু করেছিল প্রজাপতি। বছরের প্রথম দিনই গোটা দেশে হাউজফুল হওয়ার রেকর্ড গড়েছিল দেব মিঠুনের ছবি। তারপর থেকে আর ব্যবসার পরিমাণ কমেনি, বরং বেড়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর