বাংলা হান্ট ডেস্ক: একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে এখনই কাটছেনা বিধ্বংসী ঝড়ের তান্ডব। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে ঝড়েরও পূর্বাভাস।
তবে আগামীকাল ও পরশু অর্থাৎ মঙ্গলবার ও বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও (Kolkata) ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই মঙ্গলবার কমলা সতর্কতা ও বুধবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে।
অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। হাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচদিন রাজ্যের কোনও জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বর্তমানে যেমন রয়েছে তেমনটাই থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি বহাল থাকবে।