বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সকল রাজনৈতিক দল। চলছে সভা, জন-সভা আর তার সাথেই পাল্লা দিয়ে চলছে দেদার হুমকি-হুঁশিয়ারি। এরই মাঝে বিরোধীদের বাঁশ দিয়ে পেটানোর ইঙ্গিত করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।
ভোট পূর্বে রবিবার বসিহাটের (Basirhat) সোলাদানায় ১ নম্বর ব্লক যুবর উদ্যোগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি চলছিল। উপস্থিত ছিলেন নুসরত। সেখানেই ভরা সভায় বক্তব্য রাখতে গিয়ে নুসরাত বলেন, “আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুর শীঘ্রই বসিরহাটে আসছেন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে। সেখানে মানুষ নিজেদের প্রার্থী বেছে নেবেন।আমাদের দলে সেই আধিকার আমাদের দেওয়া হয়।”
তার সংযোজন, “আমাদের সবকিছু স্বচ্ছ। ভালো খারাপ সব আপনাদের সামনে। সততার সঙ্গে যারা দল করে তাদের জন্য তৃণমূল আছে, থাকবে। দিদি তখনও লড়াই করছিলেন। আজও আমরা সেই লড়াই চালিয়ে যাব।”
এরপর বিজেপিকে তোপ দেগে নুসরাত বলেন, “আজকে বড়বড় ষড়যন্ত্র করছে। অনেক কিছুই ওরা করেছে। মানুষকে তাতানোর চেষ্টা করেছে, ধর্ম নিয়ে খেলা করেছে। তবে সবেতেই সেইতো মুখ থুবড়ে পড়ে গেল। আসলে আমরা ডবল ইঞ্জিনের সরকারের উপরে বিশ্বাস করি না। পঞ্চায়েত ভোটে মানুষই উত্তর দেবে। এর আগেও যেমন কঞ্চি বাঁশ নিয়ে তাড়া করেছিল বসিরহাটের মানুষ এবার সেটাই করবে।”
মমতার বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা টেনে তারকা সাংসদ বলেন, “মানুষ যতই বলুক আমাদের নেত্রী মানুষের জন্য দল করেন। যদি পাঁচজন ভুল হয় তাহলে আমাদের নেত্রী ভুল নয়।” এরপর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে নুসরাত বলেন, “দিল্লি থেকে কেউ এসে উড়ে বসবে বা বহরমপুর থেকে এসে কেউ বড়বড় কথা হয়তো বলবে। তাতে বসিরহাটের মানুষের মন জয় করা যায় না। ২০১৯ এর ভোট দেখেছি। তারপর দিল্লি গিয়েছি। তারপর যখন মানুষের জন্য চাইছি, ভাবতে পারবেন না ওদের কানে কোনও কথা যায় না।”
কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে নেত্রী বলেন, “বাংলার জন্য কেন্দ্র সরকার কোনও কিছুই দেননি, বাংলার মানুষকে শুধুই বঞ্চিত করেছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে যাতে মানুষের জন্য দিদি কিছু করতে না পারেন। ওরা একটাও ভোটে পাবে না। মানুষের জন্য কী করেছ তোমরা? বসিরহাটের মানুষ বড় একটা বাঁশ দিয়ে ঘপাঘপ খাওয়াবে পঞ্চায়েত ভোটে। আবার প্রমাণ দেবে বসিরহাটের মানুষ।”