ভারতীয় ইন্ডাস্ট্রির জন্য বড় খবর, এবার কোরিয়ান ভাষায় আসছে দৃশ্যম

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সিনেমার বড় জয়। তামিল, তেলেগু, মালায়লামের পর এবার কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে অজয় দেবগন (Ajay Devgun) এবং তাব্বু (Tabbu) অভিনীত ছবি ‘দৃশ্যম’ (Drishyam)। ভারতীয় ইন্ডাস্ট্রির ইতিহাসে এই প্রথমবার কোন ছবি তৈরি হতে চলেছে কোরিয়ান ভাষায় (Korean Language)। দ্বিতীয়বারের জন্য বিদেশী ভাষায় তৈরি হতে চলেছে ‘দৃশ্যম’।

বর্তমানে চলছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। রবিবার এই উৎসবে ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানরমা স্টুডিওস এবং দক্ষিণ কোরিয়ান প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিওস একে অপরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। কেবলমাত্র দৃশ্যম নয়। এই দুই প্রযোজনা সংস্থা গাঁটছড়া বেঁধে তৈরি করতে চলেছে বেশ কিছু ছবি।

drishyam

জানা যাচ্ছে, কোরিয়ান ভাষায় এই ছবির পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি ওন। অজয় দেবগনের অভিনীত চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী প্যারাসাইট ছবির অভিনেতা সং কাং হো- কে। খুব শীঘ্রই শুরু হবে ছবি শ্যুটিং।

কোরিয়ান রিমেকের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত প্যানোরোমা স্টুডিওস এর প্রযোজক কুমার মঙ্গত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে। এবার ইতিহাস গড়তে চলেছে ভারতীয় ইন্ডাস্ট্রি। ভারতীয় চলচ্চিত্রের জন্য এর চেয়ে বড় আর খুশির খবর কিছু হতেই পারে না’।

drishyam ১

উল্লেখ্য, দৃশ্যম ছবিটি মালায়ালম ক্রাইম থ্রিলার। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল ওরফে অজয় দেবগন। ছবিতে তুলে ধরা হয়েছে অসাধারণ এক গল্প। পুলিশের আইজির ছেলেকে খুনের দায়ে সন্দেহভাজন হিসেবে দেখা হয়েছে মোহনলালকে। তিনি এমন এক ব্যক্তি যিনি নিজের পরিবারকে বাঁচাতে যেকোনো কিছু করতে তৈরি।

drishyam

উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি। এরপর কন্নড়, তেলেগু, তামিল, হিন্দি সহ বেশ কয়েকটি ভাষায় বক্স অফিসে মুক্তি পেয়েছে দৃশ্যম। ২০২২ সালে এই ছবির দ্বিতীয় অংশ মুক্তি পেয়েছে হিন্দি ভাষায়। সেখানেও প্রথম চরিত্রে দেখা গেছে অজয় দেবগন এবং তাব্বুকে। এই ছবিও বক্স অফিসে পেয়েছে ব্যাপক সাফল্য।

additiya

সম্পর্কিত খবর