বাংলা হান্ট ডেস্ক : বড় সাফল্য পেল এনআইএ (National Investigation Agency)। রবিবার এক নকশাল নেতাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি (Delhi) থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি নিজেকে নকশালের অন্যতম শাখা সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার (People’s Liberation Front of India) চিফ বলে দাবি করে।
ধৃত এই ব্যক্তির একাধিক নাম রয়েছে। দীনেশ গোপ ওরফে কুলদীপ যাদব ওরফে বাদকু নামে পরিচিত সে। অভিযুক্ত আদতে ঝাড়খণ্ডের খুন্তি জেলার বাসিন্দা। এর আগে পিএলএফআই সংগঠনের কাছ থেকে ২৫.৩৮ লক্ষ টাকার সন্ধান পাওয়া যায়। সেই ঘটনাতেই জড়িয়ে যায় দীনেশের নাম।
এদিকে এনআইএ সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডে, বিহারে, ওড়িশায় তার নামে অন্তত ১০২টি ক্রিমিনাল কেস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তার বিরুদ্ধে খুন, অপহরণ, ভয় দেখানো, তোলাবাজি করা, নকশালদের জন্য় টাকা তোলার অভিযোগ ছিল। এদিকে ২০০৭ সালে তৈরি হয়েছিল এই পিএলএফআই সংগঠন।
জানা যাচ্ছে, এর আগে দীনেশ সম্পর্কে খবর দিতে পারলে ৫ লাখ টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ঝাড়খণ্ড সরকারও তাকে ধরে দিতে পারলে ২৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছিল। প্রায় দু দশক ধরে গা ঢাকা দিয়েছিল ওই নকশাল নেতা।
গত বছর ৩ ফেব্রুয়ারি দীনেশ গোপ পরিচালিত পিএলএফআই গ্যংয়ের সঙ্গে গুলির লড়াই চলে সুরক্ষাবাহিনীর। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের জেলার জঙ্গলে এই গুলির লড়াই হয়। সেদিন কোনওরকমে গা ঢাকা দিয়ে প্রাণ বাঁচায় দীনেশ। এরপর থেকে সে ঝাড়খণ্ডে সংগঠনের জাল বিস্তার করতে শুরু করে। দীনেশ সাধারণত তার দলবল নিয়ে তোলাবাজি করত। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত শুধু তাই নয়, দীনেশ গোপ ও তার পরিবারের নাম করে একাধিক শেল কোম্পানি তৈরি করে কালো টাকা বিনিয়োগ করা হত বলেও অভিযোগ প্রকাশ্যে আসছে। এই দীনেশই এবার ধরা পড়ল এনআইএ-র জালে।