বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগের একের পর এক সমবায়ে বামেদের কাছে জোর ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেস। পলাশিপাড়া, তেহট্ট সমবায়ের পর এবার নাকাশিপাড়া সমবায়ে (Cooperative Election) উঠল লাল ঝড়। নাগাদি সমবায়ের ৫৮টি আসনের মধ্যে ৩১–২৭ ব্যবধানে বামেরা (CPM) তৃণমূল কংগ্রেসকে (TMC) হারিয়ে জয়লাভ করল। যদিও মাত্র চারটি আসন বেশি পেয়ে জয় এসেছে বামেদের ঝুলিতে।
তবে অবাক করা বিষয় এখানে কার্যত খাতাই খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ভোট পূর্বে এই ফলাফলে গেরুয়া শিবিরের অস্বস্তি যে আরও কিছুটা বাড়লো এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের নাগাদি কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির ভোট হয়। সেখানের মোট আসন সংখ্যা ৫৮টি। ভোটার সংখ্যা মোট ১,৪৭৯।
তৃণমূল ও সিপিএম উভয়ই সব আসনে প্রার্থী দেয়। রাতে ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা যায় তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে সিপিএম। অন্যদিকে অদৃশ্য হয়ে গিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই নিজেদের জয় নিয়ে আনন্দিত বামেরা।
পঞ্চায়েত ভোটের আগে এই জয় নিয়ে সিপিএমের নাকাশিপাড়া দক্ষিণ অঞ্চল কমিটির সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কেমন হবে সেটা নাকাশিপাড়ার ভোটাররা দেখিয়ে দিলেন।’
অন্যদিকে, সিপিএম এর দাবি মানতে একেবারেই নারাজ। পাল্টা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল খাঁ বলেন, ‘এই ফলাফল প্রত্যাশিত। কারণ অধিকাংশ ভোটার তো আগে থেকেই বামেরা তৈরি করে রেখেছে।’ তবে এই সময়ে দাঁড়িয়ে বামেদের এই জয় যে তাদের কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।