সেনার লাশের উপর দিয়ে ভোটে জিতেছে BJP! চাঞ্চল্যকর দাবি সত্যপাল মালিকের

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আরও একবার সমস্যায় ফেললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satyapal Malik)। পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে সত্যপাল এবার বলেছেন, ২০১৯-এর লোকসভা ভোট (2019 lok sabha election) হয়েছিল সেনার লাশের উপর। ঘটনার ঠিকঠাক তদন্ত হলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে পদত্যাগ করতে হত। জেলে যেতে হত অনেক পদস্থ আধিকারিককেই।

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মালিক পুলওয়ামার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তোলেন। ওই ঘটনা হয়েছিল ২০১৯-এর ফেব্রুয়ারিতে। সেই বছরই এপ্রিল-মে মাসে ছিল লোকসভার ভোট। সেই সময় মালিক ছিলেন জন্মু-কাশ্মীরের রাজ্যপাল। পুলওয়ামায় আধা সেনার কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। হামলায় ৪০ জওয়ান নিহত হন। মালিক অভিযোগ করেন, সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, ঘটনার জন্য পুরোপুরি প্রশাসন দায়ী। সেনাদের ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। জায়গাটি ঝুঁকিপূর্ণ বলেই বিমান চাওয়া হয়েছিল সেনাদের নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিমান দেওয়া হয়নি।

pulwama

সত্যপাল থেকেই তিনি প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচক। বিমুদ্রাকরণ, তড়িঘড়ি জিএসটি চালু, তিন বিতর্কিত কৃষি বিল এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যপালের চেয়ারে বসেই সরব হন তিনি। তবে পুলওয়ামা (pulwama attack) নিয়ে মুখ খোলেন মেঘালয়ের রাজ্যপালের পদ থেক অবসরের পর।

পুলওয়ামার ঘটনা নিয়ে তাঁর বিস্ফোরক বক্তব্যের কোনও জবাব কেন্দ্রীয় সরকার এবং বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়নি। পালটা আক্রমণের পথে না হেঁটে বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার কৌশল নেয় বিজেপি। প্রায় মাস খানেকের মাথায় মালিক ফের মুখ খোলেন রাজ্যস্থানের আরওয়ালে গিয়ে। সেখানে তিনি দুর্নীতি এবং আদানি ইস্যুতেও প্রধানমন্ত্রী মোদিকে তোপ দাগেন।

তাঁর দাবি, সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, আদানির কোম্পানিতে বেআইনি ২০ হাজার কোটি কার টাকা। প্রধানমন্ত্রী জবাব দেননি। আসলে এগুলি বিজেপির মুখ্যমন্ত্রীদের দুর্নীতির টাকা। তিনি আরও বলেন, ‘আমি গোয়ার রাজ্যপাল ছিলাম। মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে আমাকেই রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Sudipto

সম্পর্কিত খবর