‘আমার চেয়ে কম যোগ্য হয়েও অনেকে মন্ত্রী’, মদনের পর বেফাঁস আরেক TMC বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে ক্রমেই অস্বস্তি বাড়ছে শাসকদল তৃণমূলের। দুদিন থেকে মদন ডোজে তোলপাড় রাজ্য-রাজনীতি, এরই মধ্যে এবার বেসুরো দলের আরেক বিধায়ক (TMC MLA) তাপস রায় (Tapas Roy)। ঠিক কী বললেন তাপসবাবু? বিধায়ক বলেন, “আমার থেকে অনেক কম যোগ্যরা মন্ত্রী।”

তাপস রায়ের এই মন্তব্যের পরই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্তদ্বন্দ্বের তত্ত্বও খাঁড়া করেছেন অনেকেই। যদিও সেসব কথায় কান দিতে নারাজ বিধায়ক। নিজের মন্তব্য প্রসঙ্গে পরে তাপসবাবু অবশ্য বলেন, তার মন্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

ঘটনাটা ঠিক কী? বঙ্গের দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে সভা, জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক নেতারা। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন সেরকমই এক সভা থেকে বেফাঁস মন্তব্য করে বিধায়ক বলেন, “আমি মন্ত্রী নই। কিন্তু আমার মধ্যে সিনসিয়ারিটি, ডেডিকেশানের কোনও অভাব কেউ দেখেছেন? আমি দলের কাজে সবসময় থাকি। কিন্তু অনেকেই আছে যারা আমার থেকে সব দিক থেকে কম যোগ্য, তা সত্ত্বেও তারা মন্ত্রী।”

খোদ দলের বিধায়কের মুখে এই মন্তব্য শুনে চৰ্চা শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও তাপস রায় সাফাই দিয়ে বলেন, “আমি বলিনি, আমি যোগ্য হওয়া সত্ত্বেও মন্ত্রিত্ব পাইনি। মন্ত্রিত্ব অনেক কিছুর উপর নির্ভর করে। তার একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে। চাইলেই তার বাইরে তো কাউকে মন্ত্রী করা যায় না। যারা মন্ত্রী, তারা যোগ্য বলেই মন্ত্রী।”

tapas roy

শুধু তাই নয়, দলের সঙ্গে তার কোনও বিরোধ নেই বলেও সাফ জানান বিধায়ক। তার কথায়, দলকে অস্বস্তিতে ফেলার মতো কখনও কোনও কাজ করি নি, করবোও না।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর