বাংলা হান্ট ডেস্ক : বিজেপি (Bharatiya Janata Party) বিরোধী শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ আজ উপস্থিত শহর কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বৈঠক শেষ হয়েছে একটু আগেই। দিল্লির মুখ্যমন্ত্রী বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলেন, ‘দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে তা রাজ্যসভায় (Rajya Sabha) আটকে দেব।’
তিনি আরও বলেন, ২০২৪-এর আগে সেটাই হবে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ের সেমিফাইনাল ম্যাচ। মমতাও পরিষ্কার জানিয়ে দেন,তৃণমূল কংগ্রেস সংসদে অর্ডিন্যান্সের বিরোধিতা করবে। সেই সঙ্গে অবিজেপি সব দলকে এক ছাতার তলার আসার আহ্বানও জানান মমতা (Mamata Kejriwal press meet)।
আজকের বৈঠকে বাংলা ও দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়াও রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং দিল্লির শিক্ষামন্ত্রী আতিশী মার্লেনা, সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং উপস্থিত ছিলেন।
কেজরিওয়াল এদিন বলেন, ‘উপরাজ্যপালদের দিয়ে শুধু দিল্লি সরকারকে নয়, কেন্দ্রীয় সরকার গোটা দেশে অবিজেপি সরকারগুলিকে রাজ্যপালদের দিয়ে হেনস্থা করছে। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বিধায়ক কিনে, ইডি, সিবিআইকে দিয়ে সরকার ভাঙিয়ে ক্ষমতা দখল করছে। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত মানছে না।’
দিল্লি সরকারের হাত থেকে আধিকারিকদের ট্রান্সফার পোস্টিংয়ের অধিকার নিজের হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত শনিবার রাতে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই অর্ডিন্যান্স যাতে কেন্দ্রীয় সরকার সংসদে বিল এলে আইনে পরিণত করতে না পারে সে জন্য উদ্যোগী হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা কেজরিওয়াল। তিনি চাইছেন রাজ্যসভায় যে কোনও ভাবে বিলটি আটকে দিতে।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট