বাংলাহান্ট ডেস্ক: অবশেষে প্রাপ্য সম্মান ছিনিয়ে নিয়েই ছাড়ল বাঙালি তথা বাংলা পক্ষ (Bangla Pokkho)। আন্তর্জাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলার অন্যতম নামী ব্র্যান্ড স্প্রাইট (Sprite) এর তরফে বাঙালিদের প্রতি অপমানজনক বিজ্ঞাপন সরিয়ে বাঙালি অভিনেতাকে দিয়েই করানো হল নতুন বিজ্ঞাপনের শুটিং। এবার থেকে স্প্রাইটের নয়া বিজ্ঞাপনে দেখা যাবে দেবকে (Dev)।
যারা জানেন না তাদের জন্য বিষয়টা খোলসা করে বলা যাক। আসলে এই জনপ্রিয় ঠাণ্ডা পানীয়ের একটি বিজ্ঞাপন সম্প্রচারিত হয়েছিল মাস খানেক আগে। নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখা গিয়েছিল ওই বিজ্ঞাপনে। তবে সবথেকে বড় কথা হল ওই বিজ্ঞাপনে ঠাট্টার সুরে বলা হয়, ‘সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি না খেয়েই ঘুমিয়ে পড়ে’।
এই বিজ্ঞাপন এবং ওই মন্তব্যকে বাঙালি জাতির প্রতি অত্যন্ত অপমানজনক বলে দাবি করা হয়। বহুজাতিক সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বাংলা পক্ষ। সুর চড়াতে দেখা যায় বহু বাঙালিকেই। অপমানজনক বিজ্ঞাপন প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয় স্প্রাইট কর্তৃপক্ষকে। নয়তো ঠাণ্ডা পানীয়টি বয়কটের ডাক দেওয়া হবে বলে সাফ জানায় বাংলা পক্ষ।
বিক্ষোভের মুখে পড়ে মাথা নোয়াতে বাধ্য হয় সংস্থার কর্তৃপক্ষ। ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে টুইট এবং ইমেলে বিষয়টি জানানো হয় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে তাঁর একটি বিশেষ দাবিও মেনে নেওয়ার কথা জানায় কোকাকোলা।
আসলে বাংলা পক্ষের দাবি ছিল, ওই বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে বাংলা ছবির কোনো অভিনেতাকে দিয়েই নতুন বিজ্ঞাপন করাতে হবে। আর ভবিষ্যতে বাঙালি জাতিকে অসম্মান করে কোনো বিজ্ঞাপন বানানো থেকে বিরত থাকতে হবে। সেই দাবি মেনে নিয়েছে কোকাকোলা কর্তৃপক্ষ। স্প্রাইটের নতুন বিজ্ঞাপনে এবার থেকে দেখা যাবে দেবকে।
নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই শুটিংয়ে ছিলেন গর্গ চট্টোপাধ্যায় সহ বাংলা পক্ষের পাঁচ সদস্যের একটি দল। আজ অর্থাৎ ২৩ মে থেকেই সম্প্রচার শুরু হয়ে গিয়েছে স্প্রাইটের নতুন বিজ্ঞাপনের, যেখানে দেখা যাবে দেবকে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনী ভিডিওটি শেয়ারও করেছেন দেব। এত বড় মাপের একটা বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে একজন বাঙালি অভিনেতার মুখ দেখানো নিঃসন্দেহে একটা বিরাট মাইলফলক।