ভাইয়ের বাড়িতে গা ঢাকা দিয়েও পেলেন না রেহাই! CID-র হাতে গ্রেফতার এগরা কাণ্ডের ভানু বাগের স্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা (Egra)। সেখানের ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। আহত হয় আরও অনেকে। যার অবৈধ কারখানার জন্য এত গুলো মানুষের প্রাণ চলে যায়, বহু চেষ্টার পর তাকে গ্রেফতার করা হলেও কটকের হাসপাতালে তার মৃত্যু হয়। এরই মধ্যে এবার এগরা বিস্ফোরণ কাণ্ডে (Egra Blast) গ্রেফতার করা হল ভানু বাগের স্ত্রী গীতারানি বাগকে।

আর কী জানা যাচ্ছে? মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) রামনগর থেকে গ্রেফতার করা হয়েছে ভানু বাগের স্ত্রী। সিআইডিসূত্রে খবর, বিস্ফোরণের ঘটনার পর থেকেই ভাইয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে।

অন্যদিকে, কিছুদিন আগেই ভানু ব্যাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোকেও গ্রেফতার করেছে পুলিশ৷ গত বুধবার রাতেই ওড়িশার কটক থেকে ভানু বাগের সাথেই এই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এরপর হাসপাতালেই মৃত্যু হয় মূল অভিযুক্ত বাজি কারখানার মালিকের।

কটক থেকে ভানু বাগের ছেলে ও ভাইপোকে গ্রেফতার করার পর থেকেই খোঁজ চলছিল ভানু বাগের স্ত্রীর। মঙ্গলবার অবশেষে রামনগর থেকে খোঁজ মিলল তার। সূত্রের খবর, বুধবারই আদালতে তোলা হচ্ছে তাকে।

egra blast

প্রসঙ্গত, গত সপ্তাহের মঙ্গলবারের সেই ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ভানু৷ সেই অবস্থাতেই গাড়িতে চেপে ওড়িশার দিকে পালিয়ে যায় সে৷ ভানুর খোঁজে ওড়িশা গিয়েছিল সিআইডি-র বিশেষ দল৷ সেখান থেকে ধরা হয়েছিল অভিযুক্তকে। তবে শেষপর্যন্ত আগুনে ঝলসে যাওয়ার কারণে বাঁচানো যায়নি তাঁকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর