৩৬ লক্ষের চাকরির প্যাকেজ ছেড়ে চতুর্থবারের চেষ্টায় UPSC-তে সফল রবিন, অবাক করবে তাঁর কাহিনী

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের অন্যতম একটি কঠিন পরীক্ষা হল UPSC (Union Public Service Commission)। প্রতিবছর কয়েক হাজার জন এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কিছুজনই সাফল্য হাসিল করতে পারেন। এদিকে, ইতিমধ্যেই এবারের UPSC পরীক্ষার ফলাফল সামনে এসেছে। তারপর থেকেই একটি নাম বারংবার উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গিয়েছে, পাঞ্জাবের লেহরাগাগার বাসিন্দা রবিন বনসাল UPSC-তে ১৩৫ তম স্থান অর্জন করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, UPSC-র প্রস্তুতির জন্য তিনি ৩৬ লক্ষ টাকার চাকরির প্যাকেজ অবলীলায় ছেড়ে দিয়েছিলেন বলেও জানা গিয়েছে। এদিকে, রবিনের দিদি এলিজা বনসাল AIIMS ২০১৮-র পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছিলেন। তবে, এবার রবিন UPSC পরীক্ষায় বিরাট সাফল্য অর্জন করেছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রবিন দিল্লি IIT থেকে বি.টেক করেছেন। তিনি কলেজে পড়াকালীনই UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং ২০১৯ সাল থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাশাপাশি, আরও জানা গিয়েছে, তিনি তিনবার মেইন পাশ করে গেলেও এবার চতুর্থ চেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন। রবিন জানান, আইপিএস অফিসার হয়ে তিনি পুলিশের “লাঠিপেটা করার” নীতিকে ভালোবাসায় বদলে দিতে চান। রবিন তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন তাঁর বাবা-মা, শিক্ষক, শুভানুধ্যায়ী ও ঈশ্বরকে।

এদিকে, রবিনের বাবা বিজয় বনসল জানিয়েছেন যে রবিন IIT-তে ৩৬ লক্ষ টাকার চাকরির প্যাকেজ পেয়েছিলেন। রবিন এক বছর চাকরিও করেছিলেন। কিন্তু UPSC-র প্রস্তুতির জন্য তিনি তা ছেড়ে দেন। পাশাপাশি, রবিনের বাবা আরও জানিয়েছেন যে, তাঁর মেয়ে বর্তমানে AIIMS-এ ইন্টার্নশিপ করছেন এবং ডিসেম্বরে তাঁর MBBS-এর কোর্স শেষ হবে। এমতাবস্থায় রবিনের এই সাফল্যে অত্যন্ত খুশি তাঁরা।

প্রথম তিনে মেয়েদের জয়জয়কার: এবার UPSC-র ফলাফলের তালিকায় শীর্ষ তিনটি স্থান দখল করেছে মেয়েরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্সের ঈশিতা কিশোর এই পরীক্ষায় শীর্ষস্থানে রয়েছেন। অন্যদিকে, গরিমা লোহিয়া দ্বিতীয় এবং উমা হার্থি তৃতীয় স্থান অধিকার করেছেন।

whatsapp image 2023 05 24 at 3.17.12 pm (1)

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, UPSC CSE 2022-এ মোট ৯৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। যাঁদের মধ্যে ৬১৩ জন পুরুষ এবং ৩২০ জন মহিলা প্রার্থী রয়েছেন। এঁদের মধ্যে মোট ৩৪৫ জন প্রার্থী জেনারেল ক্যাটাগরির অন্তর্গত। পাশাপাশি, ৯৯ জন EWS, ২৬৩ জন OBC, ১৫৪ জন SC, এবং ৭২ জন ST ক্যাটাগরির প্রার্থী রয়েছেন। এছাড়াও রিজার্ভড লিস্টে রাখা হয়েছে ১৭৮ জন প্রার্থীকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর