ধুন্ধুমার অ্যাকশন টানটান উত্তেজনা! ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবিগুলি দেখেছেন?

বাংলাহান্ট ডেস্ক : কোভিড পরিস্থিতির সময় ঘরবন্দী হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। সে সময় দর্শকদের বিনোদন জোগাতে একের পর এক ওয়েব সিরিজ (Web Series) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাফর্মে (OTT Plyatform) । ঘরবন্দী মানুষের জীবনে ত্রাতার মত হাজির হয়েছিল নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম (Amazon Prime), ডিসনি প্লাস, হটস্টার এর মত ওটিটি প্ল্যাফর্মগুলি।

বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্ল্যাটফর্ম। আর সে কারণেই একের পর এক ধামাকেদার ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাফর্মে। সদ্যই বেশ কিছু ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে। তবে জানেন কি দর্শকদের বিচারের সেরা তকমা পেয়েছে কোনগুলি? সেই তালিকাই জানাবো আজকের এই প্রতিবেদনে।

sonakshi sinha

দাহাড় (Dahaad) : এই ওয়েব সিরিজের হাত ধরে ওটিটি প্ল্যাফর্মে ডেবিউ করলেন সোনাক্ষী সিনহা। এই সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। ২৯ জন মেয়েকে খুন করার অভিযোগে এক সিরিয়াল কিলারের খোঁজ করছিলেন তিনজন পুলিশ অফিসার। সেই কাহিনী ফুটে উঠেছে এই সিরিজে। সোনাক্ষী ছাড়াও দেখা গেছে বিজয় ভার্মা, সোহম শাহ, গুলশান দেবাইয়ার মত তারকাদের। অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই সিরিজ।

jubilee

জুবিলি (Jubilee) : টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলতি বছরেই ডেবিউ করেছেন হিন্দি ওয়েব সিরিজে। নাম ‘জুবিলী ‘। ৪০-৫০ এর দশকের মুম্বই টকিজের কাহিনী ফুটে উঠেছে এই সিরিজে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া এই সিরিজে প্রসেনজিৎ ছাড়াও দেখা গেছে অপারশক্তি খুরানা, অদিতি রাও এর মত তারকাদের।

tanaav

তানাভ (Tanaav) : আরবাজ খান, মানব ভিজ, সুমিত কউল, রজত কাপুর অভিনীত ওয়েব সিরিজ তানাভ ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। সনি লিভে দেখা যাবে ফৌদার রিমেক ছবি তানাভ।

khakee the bihar chapter

খাকিঃ দ্য বিহার চ্যাপ্টার (Khakee: The Bihar Chapter) : আপনি যদি পুলিশ কিংবা গ্যাংস্টারের কাহিনী দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই দেখুন ‘খাকিঃ দ্য বিহার চ্যাপ্টার’। দর্শকদের বিচারে এই ছবিটি পেয়েছে জনপ্রিয়তা। নেটফ্লিক্সে গেলেই আপনি দেখতে পাবেন গ্যাংস্টার চন্দন মাহাতো এবং আইপিএস অমিত লোঝার এর কাহিনী।

rocket boys 2

রকেট বয়েজ ২ (Rocket Boys 2) : যদি আপনি বিজ্ঞান বিষয়ক ছবি দেখতে ভালোবাসেন তাহলে দেখতে পারেন রকেট বয়েজ ২ সিরিজটি। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।

farzi

ফর্জি (Farzi) : তালিকায় জায়গা পেয়েছে শাহিদ কাপুরের প্রথম ওয়েব সিরিজ ‘ফর্জি’র। এই সিরিজে দেখানো হয়েছে জাল নোট তৈরির কাহিনী শাহিদ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতি, রাশি খান্না, কে কে মেননের মতো তারকাদের। অ্যামাজন প্রাইমে গেলেই আপনি দেখতে পাবেন এই সিরিজটি।

additiya

সম্পর্কিত খবর