মানবিক অভিষেক! নব জোয়ারের মঞ্চ থেকে শুনলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির ‘মন কি বাত’

বাংলা হান্ট ডেস্ক : এই মুহুর্তে পুরুলিয়ায় নব জোয়ার কর্মসূচীতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে একাধিক জন হিতকর কাজ করে মানুষের মন জয় করছেন তিনি। এরই মধ্যে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কষ্টের কথা মন দিয়ে শুনলেন অভিষেক। তার সমস্যার সমাধান করারও চেষ্টা করলেন সবরকম ভাবে।

এদিন পুরুলিয়ার নব জোয়ারের জনসভায় উপস্থিত হন ঈশ্বর চন্দ্র বাড়ুই নামে এক ব্যক্তি। হঠাৎই তাঁকে কাছে ডেকে নিয়ে তাঁর সমস্যা শোনেন অভিষেক। সেই মঞ্চ থেকে স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশ দেন তাঁরা যেন প্রতিদিন ঈশ্বরবাবুর খোঁজ। তাঁর সুবিধা অসুবিধার খেয়াল রাখতে। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে ওঠে প্রশংসার ঝড়।

abhishek

এরই মধ্যে গতকাল মঙ্গলবার বাঁকুড়ার সিমলিপালের সভা বাতিল করে খাতড়ার দিকে এগোচ্ছিল অভিষেকের কনভয়। তখন লক্ষ্মীসাগর এলাকায় তাঁকে ঘাঘর ঘেরা করার পরিকল্পনা করেন কুর্মিরা। কিন্তু পুলিস আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ফলে অভিষেকের গাড়িটি বেরিয়ে যায়। কিন্তু কনভয়ের অন্য গাড়িগুলি বেরোতে পারেনি।

এর পর জামদা এলাকায় অভিষেকের কনভয় ঘেরাও করেন আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে কথোপকথনের সময় অভিষেক বলেন, ‘কুর্মিরা কখনও তৃণমূলতে ভোট দেননি। তাই বাঁকুড়া পুরুলিয়ায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে দলের পরাজয় হয়েছে।’

অভিষেকের এই মন্তব্যে ক্ষুব্ধ কুর্মিরা বিক্ষোভ দেখাবেন বলে ঘোষণা করেছেন। যদিও তৃণমূলের দাবি, কুর্মিদের কোনও আপত্তিকর মন্তব্য করেননি অভিষেক। কুর্মিরাও তাঁর সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। অভিষেকের সঙ্গে কুর্মি আন্দোলনকারীদের সাক্ষাতের পর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সকলের নজর জল এবার কোন দিকে গড়ায়। নব জোয়ার কর্মসূচির অঙ্গ হিসাবে বর্তমানে বাঁকুড়ায় রয়েছেন অভিষেক।

এর পর পশ্চিম মেদিনীপুর জেলা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তার। কোথাও রয়েছে পদযাত্রা, কোথাও রাত্রিযাপন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনি এলাকায় ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে যাওয়ার কথা রয়েছে তার। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বিষয়ে খতিয়ে দেখতে মোহবনিতে এলেন পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকেরা।


Sudipto

সম্পর্কিত খবর