ওরা কিছুই বোঝে না! ধোনির সাথে ঝামেলার জল্পনার মাঝে ধোনি ভক্তদের আক্রমণ জাদেজার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মধ্যে কি দূরত্ব বাড়ছে? সিএসকে শিবির থেকে এমন একটা কানাঘুষো উঠে এসেছিল কিছুদিন আগে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পরেও ধোনি এবং জাদেজাকে উত্তপ্ত বাগযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। কিন্তু এবার জাদেজার যাদের এই ব্যাপারটি স্পষ্ট করে দিলেন।

তার এবং ধোনির মধ্যে যে সবকিছু ঠিক নেই সেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে জাদেজার একটা কথাতেই। এর আগেও জাদেজা হাসিমুখে একাধিকবার জানিয়েছিলেন যে তিনি আউট হলে দর্শকরা খুব একটা দুঃখ বোধ করেন না বরং তারা এটাই বেশি করে চান যে তিনি যেন তাড়াতাড়ি আউট হয়ে যান।

কাল জাদেজা ব্যাট হাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামিওর পাশাপাশি বল হাতে দুরন্ত বোলিংও করেছেন। যার জন্য তাকে আপস্টকের তরফ থেকে ম্যাচের সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হাতে নিয়ে জাদেজা এমন একটি মন্তব্য করেছেন যা শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই।

jadeja's csk

এছাড়া কাল ম্যাচ শেষ হওয়ার পরও সিএসকের সিইও কাশী বিশ্বনাথন তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। জাদেজাকে ধৈর্য ধরে কিছু বোঝাতে চাইছিলেন তিনি। যাতে চাও দীর্ঘক্ষণ ধরে তার কথা শুনে এবং শেষ পর্যন্ত মুখে খুব একটা প্রসন্নতা না দেখালেও তার সঙ্গে করমর্দন করে ব্যাপারটি মিটিয়ে নেন বলেই সকলের ধারণা।

জাদেজার সঙ্গে তার কি কথা হয়েছে সেই ব্যাপারটি প্রকাশ্যে আসার আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে ম্যাচের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হওয়ার পরে তিনি বলেছেন, “আপস্টক্স ও বুঝে গেলো, কিন্তু কিছু ভক্ত বুঝলো না।” সম্প্রতি তিনি ব্যাটিং করার সময় ধোনিকে ক্রিজে পাঠানোর জন্য বা ধোনের সাথে ব্যাটিং করার সময় তাকে স্ট্রাইক দেওয়ার জন্য যে ধোনি ভক্তরা মাঠে চিৎকার করে থাকেন তাদের সম্পর্কেই এই কথা বলতে চেয়েছেন তিনি।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর