বাংলাহান্ট ডেস্ক : সংরক্ষণের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এবার ঝাড়গ্রামের নানান প্রান্তে ছড়িয়ে গিয়েছে এই আন্দোলনের রেশ। ইতিমধ্যেই কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।
এদিকে, কুড়মি সম্প্রদায়ের মানুষের হামলার জেরে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মীরা ক্ষতিগ্রস্ত হতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা ছাড়াও স্বয়ং মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি, বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি। ফলে, সব মিলিয়েই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমের জেলাগুলো।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না’। এখানেই কিন্তু থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গিয়ে বিজেপিকে নিশানাও করেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, কুড়মিদের নাম করে, বিজেপির স্লোগান নিয়ে, এই অত্যাচার করেছে বিজেপি দল’।
এদিন মমতা বলেন, ‘এতবড় সাহস, কালকে বীরবাহা হাঁসদা আমাদের দলের মন্ত্রী, তাঁর গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা। অভিষেককে আক্রমণ করতে গিয়েছিল। অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে’। সঙ্গে হুঁশিয়ারি, ‘ বাংলাকে শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না’।