বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! এবার রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনের দিনক্ষণ সামনে এসেছে। পাশাপাশি, ওই ট্রেনের চূড়ান্ত সময়সূচিও প্রকাশ করা হয়েছে রেলের তরফে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২৯ মে অর্থাৎ সোমবার উদ্বোধন করা হবে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারতের।
এদিকে, এই ট্রেনটি পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারতের পাশাপাশি উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হিসেবেও বিবেচিত হবে। সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় এই ট্রেনটিকে সবুজ পতাকা দেখানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক ভাবে চালু হওয়ার পর ওই ট্রেনটি সকালে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে।
উল্লেখ্য যে, আগামীকাল এই ট্রেনটি একাধিক স্টেশনে দাঁড়ালেও যাত্রী পরিষেবা শুরু হলে ট্রেনটি কেবলমাত্র নির্দিষ্ট স্টপেজেই থামবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার পর কামাখ্যায় পৌঁছবে ১২ টা ১৫ মিনিটে। তারপর বিভিন্ন স্টেশনে স্টপেজ দেওয়ার পর নিউ আলিপুরদুয়ারে ট্রেনটি পৌঁছবে ৩ টে ৪৮ মিনিটে। এরপরে একে একে নিউ কোচবিহার এবং ধূপগুড়িতে দাঁড়ানোর পর ট্রেনটি নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছবে সন্ধ্যে ৬ টায়।
যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর সময়সূচি: উল্লেখ্য যে, এই ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর ট্রেনটি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে মোট ৫ টি স্টেশনে দাঁড়াবে। সেগুলি হল নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাওঁ এবং কামাখ্যা। মঙ্গলবার বাদে সপ্তাহে মোট ছ’দিন এই ট্রেন চলাচল করবে। পাশাপাশি, মোট ৪১১ কিমি পথ পাড়ি দিতে এই ট্রেন সময় নেবে সাড়ে ৫ ঘণ্টা।
এদিকে, মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন এই ট্রেনটি সকাল ৬ টা ১০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটি কামাখ্যায় পৌঁছবে ১১ টা ১৮ মিনিটে। তারপর ১১ টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি পৌঁছে যাবে গুয়াহাটিতে। পাশাপাশি, গুয়াহাটি থেকে প্রতিদিন (মঙ্গলবার বাদে) বন্দে ভারত ছাড়বে বিকেল সাড়ে ৪ টের সময়। এমতাবস্থায়, নিউ জলপাইগুড়িতে ট্রেনটি পৌঁছবে রাত ১০টায়।
উল্লেখ্য যে, চলতি বছরের শুরুতেই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সফর শুরু হয়েছিল। ওই ট্রেনটি চলাচল করছে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। এদিকে, সম্প্রতি হাওড়া-পুরী রুটে চলাচল শুরু করেছে রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। এমতাবস্থায়, এবার উদ্বোধন হতে চলেছে রাজ্যের তৃতীয় তথা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের।