অখণ্ড ভারতের মানচিত্র আঁকা নতুন সংসদ ভবনে! মোদি সরকারের ভাবনায় কি তাহলে হিন্দুরাষ্ট্রও?

বাংলা হান্ট ডেস্ক : ‘ভারত হিন্দু রাষ্ট্র (Bharat as Hindu Rashtra) ছিল, আছে এবং থাকবেও। একদিন না একদিন অখণ্ড ভারত তৈরি হবেই। এবং পাকিস্তানও (Pakistan) ভারতের সঙ্গেই মিলে যাবে।’ এই বিস্ফোরক মন্তব্য কিছুদিন আগেই করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর এই মন্তব্য নিয়ে ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে দেখা যায় নতুন সংসদ ভবনে আঁকা রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র। হিন্দুত্ববাদীদের দাবি, অখণ্ড ভারত ও হিন্দু রাষ্ট্র একই সূত্রে গাঁথা। এরপরই ফের জোড়ালো হয়ে উঠছে অখণ্ড ভারত ও হিন্দু রাষ্ট্রের দাবি।

কোন কোন দেশ নিয়ে ছিল অখন্ড ভারত? আজকের আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা আসে অখণ্ড ভারতে, শুধু তাই নয়, পরবর্তীকালে ভারতের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় আজকের মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াও।

   

শুধু একা যোগি নন, কিছু দিন আগেই মোহন ভাগবতও প্রশ্ন তোলেন, ‘অখণ্ড ভারত নিয়ে বলতে গেলে কেন ভারতীয়রা ভয় পাবেন? অখণ্ড ভারত তৈরি করা সম্ভব যদি আমরা ভয়কে দূরে রেখে শুধু সেই ভারতের স্বপ্ন দেখি। তিনি আরও বলেন, ‘কিছু ঐতিহাসিকের মতে আমাদের সংস্কৃতি ২৪০০ বছরের প্রাচীন। আসলে এটি ৯০০০ বছরের প্রাচীন। এটা প্রমাণও হয়ে গিয়েছে।’

একটি আলোচনাচক্রে মোহন ভাগবত দাবি করেন, ‘বহু ঐতিহাসিক ঘটনা ভারতে রয়েছে যেগুলি ঠিকঠাকভাবে শেখানো হয় না। যেমন সংস্কৃত ব্যারাকণ যেখানে তৈরি হয়েছিল সেটা ভারত নয়। কারণটা কি কেউ জিজ্ঞাসা করেন? এর কারণটা হল আমরা আমাদের জ্ঞান ও প্রাচীন ঐতিহ্যকে ভুলে যাই। উত্তর পশ্চিম দিকে থেকে আসা আক্রমণকারীরা আমাদের দেশে আধিপত্য স্থাপন করেছিল। ৯০০০ বছরের প্রাচীন ভারতীয় সংস্কৃতির উপর বার বার আগ্রাসন হয়েছে।’

এদিকে, একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে যোগি আদিত্যনাথ বলেন, ‘পাকিস্তান যত তাড়াতাড়ি ভারতের সঙ্গে মিশে যাবে, সে দেশের নাগরিকদের জন্য তত বেশি লাভ।’ এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে যোগি আরও বলেন, ‘ভারত হিন্দু রাষ্ট্র। কারণ, ভারতের সমস্ত নাগরিক হিন্দু।’ হিন্দু শব্দের অর্থ বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘হিন্দু কোনও গোষ্ঠী, কোনও ধর্ম বা কোনও মতাদর্শ নয়। বরং হিন্দু একটা সংস্কৃতি। এই সংস্কৃতি ভারতে থাকা প্রত্যেক মানুষের জন্য উপযোগী।’

হজ যাত্রার উদাহরন দিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ভারতীয় মুসলমানদের হিন্দু নামে ডাকা হয়। সেই হিসাবে ভারত হিন্দুরাষ্ট্র। ভারতের প্রত্যেক নাগরিক হিন্দু। আসমুদ্রহিমাচলের এই বিরাট ভূখণ্ডে যারা জন্ম নেন তাঁরা সকলেই হিন্দু। হিন্দুকে কোনও মত, কোনও ধর্ম, কোনও গোষ্ঠীর সঙ্গে জুড়লে তা ভুল হবে’।

টুইটারে একের পর এক ভিডিও শেয়ার করে যোগি লেখেন, ‘অখণ্ড ভারত হবেই হবে। এটাই বাস্তব।’ পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হবে কিনা এই প্রশ্নের উতরে যোগি আদিত্যনাথ মহর্ষি অরবিন্দর কথা তুলে আনেন। তিনি বলেন, ‘ঋষি অরবিন্দ পরিষ্কার বলেছেন, আধ্যাত্মিক জগতে পাকিস্তানের কোনও অস্তিত্বই নেই। যার কোনও বাস্তবতাই নেই সেটাও এতদিন চলছে মানে তা অনেক বড়ো ব্যাপার।’ এরপরই নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের ছবি দেখে উচ্ছ্বসিত অনেকেই। মোদি সরকারের পরবর্তী লক্ষ্য অখণ্ড ভারত ও হিন্দু রাষ্ট্র। এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর