বাংলাহান্ট ডেস্ক: ২০২২ এ যে ছবি ফিল্ম বিষেশজ্ঞদের নজর এবং বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে প্রশংসা কুড়িয়েছে, সেটি হল ‘হাওয়া’ (Hawa)। বাংলাদেশি (Bangladesh) ছবিটি দর্শকদের মন কাড়ার পাশাপাশি দেশে বিদেশে বিভিন্ন সম্মানীয় চলচ্চিত্র উৎসবে হাততালি পেয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরীর খ্যাতি ছুঁয়েছে শিখর। ছবির সংলাপ থেকে গান সবই ঘুরছে মানুষের মুখে মুখে। বিশেষ করে ‘সাদা সাদা কালা কালা’ গানটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
এবার নেটদুনিয়ার আরেক ভাইরাল সেনসেশন কিলি পলকে (Kili Paul) গাইতে শোনা গেল হাওয়া ছবির ট্রেন্ডিং বাংলা গান। আফ্রিকার তানজানিয়ার যুবক কিলি পল, যিনি বিভিন্ন ভাষার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও করেন। বিশেষ করে বলিউডি হিন্দি গানের সঙ্গে তাঁর লিপ সিঙ্ক করার ভিডিওগুলি ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
তানজানিয়ার ট্র্যাডিশনাল পোশাকেই ভিডিও বানাতে দেখা যায় কিলিকে। ওই পোশাকেই তিনি গানের সঙ্গে ঠোঁট মেলান, নাচানাচি করেন। এই কিলি পল প্রধানমন্ত্রীর প্রশংসাও পেয়েছেন। পেয়েছেন ভারতবাসীর প্রভূত ভালবাসা। এবার বাংলাদেশিদেরও মন জিতলেন কিলি।
স্পষ্ট উচ্চারণে ‘সাদা সাদা কালা কালা’ গেয়ে চমকে দিলেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের কেউ আছেন?’ কমেন্ট বক্সে প্রশংসার ঢেউ কিলির মুখে বাংলা গান শুনে। অনেকেই চমকে গিয়েছেন এই অভাবনীয় সারপ্রাইজে। অভিনেতা চঞ্চল চৌধুরী নিজে শেয়ার করেছেন কিলির ভিডিও।
প্রসঙ্গত, ভিন্ন ভাষা, ভিন্ন সংষ্কৃতি হলেও হিন্দি গানে নিখুঁত লিপ সিঙ্ক করেন কিলি পল। রাতান লম্বিয়া, জালিমা, রাফতা রাফতা, টিপ টিপ বরষা পানি, সাত সমুন্দর এর মতো গানে ইতিমধ্যেই লিপ সিঙ্ক করে ফেলেছেন তিনি। কিছুদিন আগে আবার বিবাহ অভিযান এর গানেও নাচতে দেখা গিয়েছিল কিলিকে। কখনো একা, কখনো বা বোনকে সঙ্গে নিয়ে ভিডিও বানান কিলি। বোনও দাদার মতোই লিপ সিঙ্কে তুখোড়।
ভারতের প্রতি এত ভালবাসার জন্য তানজানিয়ার ভারতীয় কমিশনের পক্ষ থেকে সম্মান প্রদানও করা হয়েছে কিলি পলকে। গত বছর আক্রমণ হয়েছিল তাঁর উপরে। তবে এখন তিনি সুস্থ। আবারো নিয়মিত ভিডিও বানানো শুরু করেছেন।