বাংলাহান্ট ডেস্ক: করোনা পরবর্তী সময় থেকেই দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির (South Film Industry) সুসময় শুরু হয়ে গিয়েছে। তেলুগু, কন্নড় ভাষার একের পর এক ছবি ব্লকবাস্টার হিট হচ্ছে। বলিউড যখন বেশিরভাগ ফ্লপের খাতায় নাম লেখাতে ব্যস্ত তখন সাউথ ইন্ডাস্ট্রি জোর দিচ্ছে ভারতের গৌরবময় ইতিহাস, লোক সংষ্কৃতিতে। এবার বিতর্কিত স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরকে (Veer Savarkar) নিয়ে তৈরি হতে চলেছে নতুন ছবি, ‘দ্য ইন্ডিয়া হাউজ’। সোশ্যাল মিডিয়ায় ছবির ঘোষণা করেছেন অভিনেতা রাম চরণ (Ram Charan)।
না, এই ছবিতে তিনি অভিনেতা হিসেবে নন, থাকছেন প্রযোজক হিসেবে। ছবির পোস্টার উন্মোচন করে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ‘আর আর আর’ অভিনেতা। সঙ্গে লিখেছেন, ‘আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের প্যান ইন্ডিয়া ছবি ‘দ্য ইন্ডিয়া হাউজ’ এর ঘোষণা করতে পেরে আমরা গর্বিত।’
ছবিটির পরিচালনা করছেন রাম ভামসি কৃষ্ণ। রাম চরণ এবং বিক্রম রেড্ডির নতুন প্রযোজনা সংস্থার প্রথম ছবি হতে চলেছে দ্য ইন্ডিয়া হাউজ। প্যান ইন্ডিয়া ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে অনুপম খের, নিখিল সিদ্ধার্থের মতো অভিনেতাদের।
জানা যাচ্ছে, স্বাধীনতা পূর্ববর্তী রাজনৈতিক বিশৃঙ্খলার সময়ে এক প্রেম কাহিনি তুলে ধরা হবে ছবিতে। দ্য ইন্ডিয়া হাউজের প্রেক্ষাপট হতে চলেছে লন্ডন। কবে নাগাদ ছবির শুটিং শুরু হবে বা কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।
On the occasion of the 140th birth anniversary of our great freedom fighter Veer Savarkar Garu we are proud to announce our pan India film – THE INDIA HOUSE
headlined by Nikhil Siddhartha, Anupam Kher ji & director Ram Vamsi Krishna!
Jai Hind!@actor_Nikhil @AnupamPKher… pic.twitter.com/YYOTOjmgkV— Ram Charan (@AlwaysRamCharan) May 28, 2023
উল্লেখ্য, বীর বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বলিউডেও একটি ছবির প্রস্তুতি চলছে। ছবির নাম ‘স্বতন্ত্র বীর সাভারকর’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণদীপ। বীর সাভারকরের ১৩৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছবির প্রথম মোশন পোস্টার, সেই সঙ্গে সাভারকর হিসাবে নিজের প্রথম লুক প্রকাশ্যে আনেন অভিনেতা।
মাথায় সাভারকর টুপি, গোল ফ্রেমের চশমি এবং মোটা গোঁফ নিয়ে বিপ্লবীর ভূমিকায় ধরা দিয়েছিলেন রণদীপ। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর। বীর সাভারকরের চরিত্রে অভিনয়ের জন্য মোট ১৮ কেজি ওজন কমিয়েছেন।