কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু? এতদিন পর সামনে এল আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যেতে নয়া উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নবজোয়ার কর্মসূচীতে মেতে উঠেছে শাসকদল, যার কান্ডারি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টানা দুমাস ধরে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার অভিনব এই প্রয়াস বর্তমানে এক মাস পার করেছে।

পঞ্চায়েত পূর্বে অভিষেকের এই নবজোয়ার কর্মসূচীতে সমর্থকদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। তবে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর সেই কর্মসূচিতে মাঝে মাঝে আসরে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। প্রথমে মালদায়, তারপর শালবনিতে… অভিষেকের নবজোয়ারের সভায় সশরীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন মমতা। অভিষেককে সিবিআই তলব করার সময় বাঁকুড়ায় ভার্চুয়ালি বার্তাও দিয়েছিলেন তিনি।

অভিষেকের নেওয়া দুমাসের এই কর্মসূচীতে বার বার মমতার আসরে নামা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চৰ্চা। অভিষেক থাকতেও কেন মুখ্যমন্ত্রী সভায় পৌঁছে যাচ্ছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে প্রোজেক্ট করতে চাইছেন? সাংবাদিকের এই প্রশ্নে সাফ কথায় শুভেন্দু (Suvendu Adhikari) বললেন, ‘এই জন্যই তো আমি তৃণমূল ছেড়েছি।’

suvendu mamata abhishek

প্রসঙ্গত, রবিবার দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) জেলা কমিটির তরফে সোনারপুরে এক মিছিলের আয়োজন করেছিল বিজেপি। সেখান থেকে আবারও বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা। নেতার কথায়, ‘মানুষ পরিবর্তন চাইছেন। মানুষ চাইছেন চোরেরা জেলে যাক।’

এদিন পরিবারতন্ত্রের ইস্যু উঠলে তৃণমূলকে একহাত নিয়ে শুভেন্দু বলেন, ‘এই জন্যই তো বিজেপি তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গ থেকে পরিবারবাদ, তোষণবাদ ও দুর্নীতি খতম করে বিকাশবাদকে জয়যুক্ত করবে।’ পঞ্চায়েত ভোটের আগে গতকাল শুভেন্দুর মিছিল ঘিরে বিজেপি কর্মী- সমর্থকদের ঢল নেমেছিল। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণও বলা যেতে পারে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর