বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরের জুন মাস থেকে নতুন নিয়ম চালু হচ্ছে কলকাতার (Kolkata) গণ পরিবহণে। জানানো হয়েছে বাস, ট্যাক্সির মত বাণিজ্যিক গাড়িতে বহু মূল্য এই যন্ত্র বসানো না হলে আর দেওয়া হবে না ফিট সার্টিফিকেট। আগামী ৩১ শে মে এই যন্ত্র বসানোর শেষ দিন। তবে জানা যাচ্ছে এখনও পর্যন্ত শহরের লক্ষাধিক গাড়িতে এই যন্ত্র বসানো হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১শে মের মধ্যে শহরের সব বাণিজ্যিক গাড়িতে বসাতে হবে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। সরকার এই যন্ত্র বসানোর জন্য এর আগে অতিরিক্ত সময় দিয়েছিল ট্যাক্সি, বাস, পুলকার চালকদের। সেই অতিরিক্ত সময় ফুরিয়ে যাচ্ছে চলতি মাসেই।
এমন পরিস্থিতিতে আগামী জুন মাস থেকে প্রত্যেকটি বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস বসানো বাধ্যতামূলক। পরিবহন দপ্তর জানিয়েছে আগামী ৩১শে মের মধ্যে শহরের সমস্ত বাণিজ্যিক বাস, ট্যাক্সি, পুল কারে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বাধ্যতামূলকভাবে বসাতে হবে।
এরই মধ্যে খবর উঠে আসছে, এরপর থেকে গাড়ির ফিটনেস সার্টিফিকেট ইস্যু করার আগে দেখে নেওয়া হবে যে ওই গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস রয়েছে কিনা। পরিবহন দপ্তর জানিয়েছে গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো না থাকলে আগামী জুন মাস থেকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না বাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং স্কুলগাড়িগুলিকে।
এই ডিভাইসের দাম বেশি হওয়ায় এর আগে পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বাস, মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সংগঠনগুলি। এরপর সংগঠনগুলি সরকারের সাথে বৈঠক করে। এর আগে এই ডিভাইসগুলির দাম ছিল ১২ হাজার টাকা মত। বর্তমানে দাম কমে চার থেকে পাঁচ হাজার টাকা হয়েছে ডিভাইসগুলি।
লোকেশন ডিভাইসের পাশাপাশি বাণিজ্যিক গাড়িতে বসানো হচ্ছে প্যানিক বাটন। বাসের ক্ষেত্রে ছয় থেকে আটটি, স্কুল বাসে তিন থেকে ছয়টি, ট্যাক্সিতে তিনটি করে প্যানিক বাটন বসানো হয়েছে। সরকার জানাচ্ছে এখনো পর্যন্ত এই ডিভাইস বসানো হয়েছে প্রায় ১৬ হাজার গাড়িতে। হিসাব অনুযায়ী আরো দু লক্ষ গাড়িতে বসাতে হবে এই যন্ত্র।