এবার কড়া নজর থাকবে শত্রুর প্রতিটি পদক্ষেপের ওপর! ISRO সফলভাবে লঞ্চ করল পাহারাদার

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি গুরুত্বপূর্ণ সফল উৎক্ষেপণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করল ISRO (Indian Space Research Organisation)। সোমবার, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO নেভিগেশন স্যাটেলাইট NVS-1-এর সফল উৎক্ষেপণ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মহাকাশযানটি হল নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন (NavIC) সিরিজের অংশ। ISRO এটির মাধ্যমে পর্যবেক্ষণ ও নেভিগেশনের ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চায়।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই মহাকাশ সংস্থা একটি দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজ চালু করার পরিকল্পনা করেছে। যা NavIC (GPS-এর মতো ভারতের দেশীয় নেভিগেশন সিস্টেম)-এর পরিষেবাগুলির ধারাবাহিকতা নিশ্চিত করবে। এই স্যাটেলাইটটি ভারত এবং তার মূল ভূখণ্ডের আশেপাশে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় রিয়েল-টাইম অবস্থান এবং সময় সংক্রান্ত পরিষেবা প্রদান করবে।

এমতাবস্থায়, ISRO-র সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সোমবার সকাল ৭ টা ১২ মিনিটে এই উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়। তথ্য অনুযায়ী, ৫১.৭ মিটার লম্বা GSLV তার ১৫ তম উড়ানে ২,২৩২ কেজির NVS-01 নেভিগেশন স্যাটেলাইট বহন করেছে। পাশাপাশি, ISRO জানিয়েছে, এই উৎক্ষেপণের প্রায় ২০ মিনিট পরে, রকেটটি স্যাটেলাইটটিকে প্রায় ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, NVS-01 তার সাথে L1, L5 এবং S ব্যান্ডের যন্ত্র বহন করছে। পাশাপাশি পূর্বের তুলনায়, দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইটে দেশীয়ভাবে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়িও থাকবে। ISRO জানিয়েছে যে, এই প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি সোমবারের উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য যে, NavIC হল একটি আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম যা ISRO দ্বারা তৈরি করা হয়েছে। এটি সাতটি স্যাটেলাইটের একটি গ্রুপ। যা গ্রাউন্ড স্টেশনের সাথে একসাথে কাজ করে। এটি নেটওয়ার্ক নেভিগেশন সম্পর্কিত পরিষেবা প্রদান করে। মূলত, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে উন্নত পরিষেবা দিতে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এটির ভারতীয় সীমান্তের বাইরে ১,৫০০০ কিলোমিটার পর্যন্ত এলাকার নেটওয়ার্ক কভার করতে সক্ষম।

জানা গেছে যে, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ভারতের সাহায্যের প্রয়োজন হলে আমেরিকার কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য মেলেনি। এদিকে, GPS সাহায্যের প্রত্যাখ্যান করার পরে, ভারত তার নিজস্ব নেভিগেশন সিস্টেম প্রস্তুত করতে শুরু করে। এটি ২০০৬ সালে অনুমোদিত হয়েছিল এবং ২০১১ সালের মধ্যে প্রস্তুত হবে বলে অনুমান করা হয়েছিল। যদিও, এটি ২০১৮ সালের মধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়।

কোথায় ব্যবহার করা হয়: উল্লেখ্য যে, এই প্রযুক্তি স্থল, বিমান ও জলজ পরিবহণে ব্যবহার করা যাবে। এর সাথে, লোকেশন ভিত্তিক পরিষেবার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ISRO জানিয়েছে, NVS-1 হল দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের প্রথম স্যাটেলাইট। এটি NavIC-এর উত্তরাধিকার বজায় রাখবে এবং Li ব্যান্ডে নতুন পরিষেবা চালু করবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর