‘বাংলার মানুষ মোদিজির হাতে রাজ্য তুলেই দিত, যদি না …” একুশে বিজেপির হার নিয়ে শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) রাজনীতির নতুন ট্রেন্ড হয়ে গেছে ‘সেটিং তত্ত্ব’। বামেরা বলে তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে বিজেপির (Bharatiya Janata Party) সেটিং রয়েছে। আবার কংগ্রেসের দাবি তৃণমূলের সঙ্গে বিজেপি ও সিপিএমের (Communist Party of India) সেটিং রয়েছে। তেমনই, বিজেপি মাঝেমধ্যেই বলে তৃণনূলের সঙ্গে সিপিএম-র সেটিং রয়েছে। আদতে কার সঙ্গে কার সেটিং, নাকি সবটাই মনগড়া তা বোঝা বড়ই দায়।

এবার, তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের’, বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। ‘সেটিংয়ের জন্যই ২০১১-য় বিরোধী দল থাকাকালীন লড়েনি সিপিএম। ২০১৬ সালেও সেটিংয়ের কারণেই লড়াই করেনি কংগ্রেসও (Congress)। চুরির বিরুদ্ধে হাইকোর্ট (Calcutta High Court) রায় দিচ্ছে, আর কংগ্রেস নেতা সিঙ্ঘভি তাদের বাঁচাচ্ছে। সেই কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করেছে।

শুভেন্দু এদিন দাবি করেন, ‘ ২০২১-এ মানুষ মোদিজি-র হাতে রাজ্য তুলে দিতে প্রস্তুত ছিল। সিপিএম নিজের ভোট না চেয়ে বলেছিল নো ভোট টু বিজেপি। সিপিএমের জন্য বিজেপি ৬০টি আসনে হেরেছিল। আবার পথে নেমেছে সিপিএম বিরোধী ভোট ভাগ করার জন্য’, সোনারপুরের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

suvendu modi 1

অবশ্য ‘সেটিং’ নিয়ে নানা তত্ত্ব পশ্চিমবঙ্গে প্রচলিত রয়েছে। কারণ নানা সময়ে রাজ্যের শাসক ও বিরোধী দলের শীর্ষনের্তৃত্বের মুখে এই সেটিং তত্ব উঠে এসেছে। এবং প্রত্যেক শীর্ষনেতাই একে অপরকে এনিয়ে ইতিমধ্যেই তোপ দেগেছেন।  যদিও বিষয় আলাদা আলাদা। ‘তলায় তলায় সেটিং’ বিজেপি-কংগ্রেস আঁতাতের অভিযোগ তুলে এর আগে অধীরকেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই সময় ছিল সাগরদিঘির উপনির্বাচন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘অধীর চৌধুরী দিদির পুলিস চায় না অমিত শাহের পুলিস চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের বোঝা দরকার।’

পুরো ঘটনার সূত্রপাত সাগরদিঘির উপনির্বাচনের সময়। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মীরজাফর এবং গদ্দারের মতো শব্দে আক্রমণ করেন অভিষেক। এই একই সুরে এদিনও মালদায় দাড়িয়ে অধীর চৌধুরীকে (Adhir Choudhury) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেন, ‘নরেন্দ্র মোদির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বলছে আমরা বাংলায় এনআরসি করব, সেই অমিত শাহর অধীনে যে সিআরপিএফ, যে অমিত শাহকে সুরক্ষা দিচ্ছে, সেই একই সিআরপিএফ গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে।’

অভিষেক আরও বলেন, ‘অধীর চৌধুরী দিদির পুলিস চায় না, অধীর চৌধুরী অমিত শাহর পুলিস চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের জানা দরকার। যদি আপনি দেখাতে পারেন, গত ১০ বছরে অধীর চৌধুরী ১০০ দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লির বুকে করেছে।’

এরপর শুভেন্দু এদিন দাবি করলেন সেটিং না থাকলে ২০২১ সালে পশ্চিমবঙ্গে জিতত বিজেপি। মানুষ নয়, বরং সিপিএম, কংগ্রেস ও তৃণমূল একত্র ভাবে বিজেপিকে হারিয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর