বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যতই দিন এগিয়ে আসছে ততই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথ চলতি বছরে ইতিমধ্যেই চারবার টেস্ট ফরম্যাটে দেখে ফেলেছে গোটা বিশ্ব। কিন্তু ভারতের মাটিতে আয়োজিত সেই বর্ডার-গাভাস্কার সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, দুটি সম্পূর্ণ ভিন্ন মঞ্চ। কাজেই দেশের মাটিতে লড়াইটা যতটা সহজ হয়েছিল বিরাট কোহলিদের জন্য, ইংল্যান্ডের মাটিতে লড়াইটা অতটা সহজ হবে না।
এই হাইভোল্টেজ টুর্নামেন্টের ফাইনালের জন্য দলে ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। না, তিনি ভারতীয় স্কোয়াডের অংশ নন। কিন্তু চোট, আঘাত বা অন্যান্য সমস্যার কারণে যে কয়েকজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হচ্ছে সেই তালিকায় উঠে এসেছে তার নাম। রোহিত শর্মার সাথেই মুম্বাই থেকে তিনি রওনা হয়েছেন ইংল্যান্ডে।
যশস্বী সেই নিজে সেই ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ইংল্যান্ডের পথে রওনা দিলাম এক এবং একমাত্র রোহিত শর্মার সাথে। আরে সেই পোস্টে তার রাজস্থানের রয়্যালস দলের সতীর্থ এবং তারকা কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট এমন একটি মন্তব্য করেছে যা নজর কেড়ে নিয়েছে সকলেরই।
তিনি বলেছেন আমি তোমাকে বলেছিলাম তুমি এই সুযোগটা পাবেই। যদিও পরবর্তী অংশটা উহ্যই রয়েছে তার কমেন্টে। বোল্ট এখানেই থামেননি। তিনি আরো বলেছেন যে অক্টোবর মাসেই তার সঙ্গে দেখা করবেন। আর সকলেই বুঝে গিয়েছেন যে অক্টোবর মাসে দেখা করবেন বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্বকাপের মঞ্চে তাদের আবার সাক্ষাৎ হবে।
ভারতের মাটিতেই আসন্ন অক্টোবরে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ১২ বছর পরে। এই টুর্নামেন্টের জন্য যশস্বী জয়সওয়াল ভারতীয় দলে জায়গা করে নেওয়ার অনেক সুযোগ পাবেন আগামী কয়েক মাসে। অনেকেই পরামর্শ দিচ্ছেন যে রোহিত শর্মা এখন নিজের সেরা ছন্দে নেই তাই শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের মত দুই তরুণ তারকাকেই যেন এখন থেকেই ভারতীয় দলের ওপেনিং জুটি হিসাবে প্রস্তুত করে তোলা হয়। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা এখনই রয়েছে কিনা সেটা বলা সম্ভব নয়।