দুঃস্থ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন অনেক আগেই, এবার নয়া উদ্যোগ সোনু সুদের

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে অতি পরিচিত সোনু সুদ (Sonu Sood)। কখনও নায়ক তো কখনও আবার খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। তবে ২০২০ সালে মানুষ তাকে চিনে ছিলেন নতুন ভাবে। অভিনেতা নন, সাধারণ মানুষের মনে আজ তিনি রাজত্ব করছেন ‘মাসিহা’ সোনু রূপে।

চারিদিকে মহামারী আর লকডাউনের কোপে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। ঠিক সেই মুহূর্তেই পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে গরিব মানুষদের পাশে ত্রাতা হয়ে দাঁড়ান বলিউড সুপারস্টার সোনু সুদ। নিজের সবটুকু সঞ্চয় দিয়ে আজও একের পর এক কাজ করে চলেছেন তিনি।

Sonu Sood

দীর্ঘ সময় ধরেই দুঃস্থ এবং গরিব শিশুদের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বলি অভিনেতা। আর এবার তিনি তৈরি করতে চলেছেন আস্ত একটি স্কুল বাড়ি। যাতে দুঃস্থ পরিবারের শিশুরা শিক্ষার সুযোগ পান সে কারণেই এই উদ্যোগ অভিনেতার।

অভিনেতার এহেন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিহারের কাটিহারে একটি স্কুল তৈরি করেছিলেন ২৭ বছর বয়সের ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতো। বিহারের কাটিহারের সেই স্কুলের নাম তিনি রেখেছেন অভিনেতার নামেই। আর এবার তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু। অনাথ শিশুদের জন্য আরও একটি স্কুল বাড়ি তৈরির সিদ্ধান্ত নিলেন তিনি।

Sonu Sood

জানা যাচ্ছে, বীরেন্দ্র কুমার মাহাতোর সেই স্কুলে বর্তমানে ছাত্রের সংখ্যা ১১০ জন। নিজের চাকরি ছেড়ে দিয়ে সেই শিশুদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সোনু। সমস্ত ছাত্রদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। আর এবার সিদ্ধান্ত নিলেন আরও একটি স্কুল বাড়ি নির্মাণের।

এই প্রসঙ্গে জানাতে গিয়ে এক সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘দারিদ্রতা যদি সত্যি রোধ করতে হয় তাহলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। আর সে কারণেই আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের যথাযথ শিক্ষা দেওয়ার সুযোগ দিতে চাই আমরা’।

Sonu Sood

তবে কেবলমাত্র বিহার স্কুল নয়। বর্তমানে প্রায় ১০ হাজার জনেরও বেশি পড়ুয়ার শিক্ষার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বলি অভিনেতা। তিনি চান শিশুরা ভালো করে পড়াশুনা করে আগামীতে ভাল চাকরি করুক। আরও বেশি শিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সে চেষ্টাই সব সময় করে চলেছেন সোনু সুদ।

additiya

সম্পর্কিত খবর