এবার বাজার মাতাতে আসছে Motorola-র এই দুর্দান্ত স্মার্টফোন! এটির দাম এবং ফিচার্স জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: এবার স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির হল Motorola। এমনিতেই এই কোম্পানির মোবাইল তুমুল জনপ্রিয় টেকপ্রেমীদের মধ্যে। এমতাবস্থায়, নতুন এই স্মার্টফোনকে ঘিরেও চরম আগ্রহ পরিলক্ষিত হয়েছে। মূলত, ইতিমধ্যেই Motorola দেশে Motorola Edge 40 স্মার্টফোনটি লঞ্চ করেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল, এটাই হল দেশের প্রথম স্মার্টফোন যেটি ডাইমেনসিটি 8020 চিপসেট দ্বারা চালিত হয়। ইতিমধ্যেই এই ফোনটির ডিজাইন এবং ফিচার্স সবার নজর কেড়েছে। ফোনটিতে রয়েছে 144Hz-এর OLED ডিসপ্লে, 50-মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং 68W-এর চার্জিং স্পিড। বর্তমান প্রতিবেদনে এই দুর্ধর্ষ স্মার্টফোনটির প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

স্পেসিফিকেশন: এই স্মার্টফোনটি তিনটি দুর্দান্ত রঙে উপলব্ধ রয়েছে। সেগুলি হল Eclipse Black, Nebula Green এবং Lunar Blue। পাশাপাশি, এটিতে একটি অ্যাক্রাইলিক রিয়ার শেলও রয়েছে। Motorola Edge 40-তে রয়েছে একটি 6.55-ইঞ্চির P-OLED কার্ভড-এজ ডিসপ্লে। যা FHD+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট উপলব্ধ করে। পাশাপাশি, এই ডিভাইসটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। সর্বোপরি, এটি Android 13 OS মারফত কাজ করে।

ক্যামেরা: এই নতুন স্মার্টফোনটিতে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাশাপাশি পিছনে রয়েছে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 13-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। যা ম্যাক্রো স্ন্যাপার হিসেবে কাজ করে।

ব্যাটারি: Motorola Edge 40 স্মার্টফোনে রয়েছে 4,400 mAh-এর শক্তিশালী ব্যাটারি। যা 68W-এর চার্জিং সহ 15W-এর ওয়্যারলেস চার্জিং উপলব্ধ করে।

WhatsApp Image 2023 05 30 at 4.14.22 PM

Motorola Edge 40-র দাম: এবারে জানিয়ে রাখি যে, ভারতে Motorola Edge 40-র দাম হল 29,999 টাকা। এই ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। পাশাপাশি, ফোনটির ক্ষেত্রে আপনি 2 হাজার টাকার এক্সচেঞ্জ অফার এবং 6 মাসের জন্য নো কস্ট ইএমআই-এর মতো অফারও বেছে নিতে পারেন। Motorola Edge 40 স্মার্টফোনটি Motorola India-র ওয়েবসাইট এবং রিলায়েন্স ডিজিটালের মাধ্যমে বিক্রি করা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর