দিঘা-দার্জিলিং বোরিং লাগছে ? বেরিয়ে পড়ুন এই পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে, মিলবে শুধুই তৃপ্তি

বাংলাহান্ট ডেস্ক : জুন মাস শুরু হওয়ার আগে থেকেই ফের তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। মাঝেমধ্যে দু এক ফোঁটা বৃষ্টি হলেও গরম কমছে না কিছুতেই। আপাতত আশার বাণী শোনাতে পারছে না আবহাওয়া দপ্তরও। আগামী কয়েক দিন পরিস্থিতি বদল হওয়ার কোনও সম্ভাবনা নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এমনকি শুক্রবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এমন অবস্থায় অনেকেই ঘুরতে যেতে চাইছেন পাহাড়ে। শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত নিরিবিলি ঠান্ডা পরিবেশে কিছুদিন কাটিয়ে আসতে চাইছেন সবাই। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এর আগে দার্জিলিং কিংবা সিকিমে বহুবার ঘুরতে গিয়েছেন।

এছাড়াও এই সময় দার্জিলিং-সিকিমের মত জায়গাগুলিতে জনপ্লাবন দেখা যাচ্ছে। এমন সময় অনেকে চাইছেন একটু শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটিয়ে আসতে। আমাদের আজকের এই প্রতিবেদনে এমন একটি জায়গার সন্ধান দেবো আমরা। এই গরমে আপনারা বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সাথে ঘুরে আসতে পারেন ফুরুনগাঁও।

নামটা শুনে ভাবছেন এ আবার কেমন জায়গা? কিন্তু বলে রাখি এই অফ বিট পাহাড়ি জায়গাটি খুবই মনোরম। এই জায়গায় জনপ্লাবন নেই, আছে শুধু প্রকৃতির শান্তি। ফুরুনগাঁও এ এলে আপনার মনে হবে আপনি কোনও স্বর্গে চলে এসেছেন। এছাড়াও যারা পাখি ভালবাসেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ। একদিকে পাহাড়ের শান্ত পরিবেশ, অন্যদিকে বহু প্রজাতির পাখির ডাক এই জায়গাকে মনোরম করে তুলেছে।

WhatsApp Image 2019 11 12 at 7.15.47 PM

 

 

কালিম্পং থেকে ১৪ কিলোমিটার দূরে ফুরুনগাঁও। নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজেই পৌঁছানো যায় এই জায়গায়। রাংলি নদী রয়েছে এই গ্রামের খুব কাছেই। এখানে আপনারা মাছ শিকার করতে পারেন। এছাড়াও এই গ্রাম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে রেখে আপনারা সকালের ব্রেকফাস্ট সারতে পারেন।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর